মিসরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল গেইত ৭ জুন বলেছেন, ফিলিস্তিনের বিভিন্ন সম্প্রদায় যুদ্ধ বিরতি চুক্তিতে মতৈক্যে পৌঁছানোর প্রস্তুতি নিয়েছে।
মিসরের মধ্যপ্রাচ্য বার্তা সংস্থা আহমেদ আবুল গেইতের কথা উদ্ধৃত করে বলেছে, ফিলিস্তিনের বিভিন্ন সম্প্রদায় সংশ্লিষ্ট পক্ষের অভিযান তত্ত্বাবধান ব্যবস্থা নির্মাণের প্রস্তাব গ্রহণ করেছে। আবুল গেইত জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনের বিভিন্ন পক্ষের উচিত একই অবস্থান বজার রাখা এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়া।
এদিন আবুল গেইত সফররত ফিলিস্তিনী সংস্থা গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক নায়েফ হাওয়াতমেহের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, ফিলিস্তিনের বিভিন্ন সম্প্রদায়ের ঐক্য হচ্ছে ইস্রাইলের উদ্দেশ্যে প্রতিশ্রুতি মেনে চলা এবং তাদের সামরিক তত্পরতা বন্ধ করতে তাগিদ দেয়ার একমাত্র উপায়।
ফিলিস্তিনের অভ্যন্তরীণ সংঘর্ষে মধ্যস্থতা এবং ফিলিস্তিনের জাতীয় সমঝোতা সম্পাদন করার জন্য মিসর মে মাসের শেষ দিকে রাজধানী কায়রোয় ফাতাহ, হামাস এবং জিহাদসহ বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছে।
|