v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-08 18:26:20    
প্রেসিডেন্ট হু চিন থাও জার্মানীতে ভারত , ব্রাজিল , দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর নেতাদের  সঙ্গে বৈঠক করেন

cri
    ৭ জুন চীনের প্রেসিডেন্ট হু চিন থাও জার্মানীর রাজধানী বার্লিনে জি আট গোষ্ঠী ও উন্নয়নশীল দেশের নেতৃবৃন্দের সংলাপ সম্মেলনে অংশনেয়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং , ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা , দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো মবেকি ও মেক্সিকোর প্রেসিডেন্ট কালডেরোনের সঙ্গে বৈঠক করেছেন । পাঁচটি দেশের নেতারা আবহাওয়া পরিবর্তন ও দোহা রাউন্ড আলোচনাসহ নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন ।

    জি আট গোষ্ঠী ও উন্নয়নশীল দেশগুলোর নেতৃবৃন্দের সংলাপের আগের দিন অর্থাত্ ৭ জুন সন্ধ্যায় সংলাপে অংশগ্রহনকারী পাঁচটি উন্নয়নশীল দেশের নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হয় । চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও এ বৈঠক সম্পর্কে বলেছেন , বৈঠকে পাঁচটি দেশের নেতারা আবহাওয়ার পরিবর্তন ,অর্থনীতির বিশ্বায়ন , দোহা রোউন্ড আলোচনা ও উন্নয়নশীলদেশগুলোর উন্নয়ন তরান্বিত করার বিষয়ে মতবিনিময় করেছেন ।

    প্রেসিডেন্ট হু চিন থাও বৈঠকে বলেছেন , বর্তমানে অর্থনীতির বিশ্বায়ন বাস্তবায়িত হচ্ছে , বিশ্ব অর্থনীতি এক নতুন বৃদ্ধির পর্যায়ে রয়েছে । এ অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নয়নশীলদেশগুলো নিজের বাস্তব অবস্থা বিবেচনা করে নিজ দেশের উন্নয়নের পথে অন্বেষনের পাশাপাশি পারস্পরকি সংহতি ও সহযোগিতা জোরদার করার চেষ্টা করছে ।                উন্নয়নশীলদেশগুলো ইতিমধ্যে বিশ্বশান্তি ও অভিন্ন উন্নয়ন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে । কিন্তু উন্নয়নের পথে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকুল অবস্থার পরিবর্তন হয় নি । অর্থনীতির বিশ্বায়নের দরুন   উন্নয়নশীলদেশগুলো যে সব চ্যালেঞ্জ ও সমস্যার মুখে রয়েছে , তা' এখনও মীমাংসা হয় নি । প্রেসিডেন্ট হু চিন থাও বিশ্বের পাঁচটি বৃহত উন্নয়নশীল দেশ চীন , ভারত , ব্রাজিল , দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর মধ্যে সহযোগিতা জোরদার করার তাত্পর্য জোরের সঙ্গে উল্লেখ করেছেন । মুখপাত্র লিউ চিয়েন ছাও বলেছেন , প্রেসিডেন্ট হু চিন থাও বৈঠকে জোর দিয়ে বলেছেন , এই পাঁচটি দেশের মোট লোকসংখ্যা সারা বিশ্বের মোট লোকসংখ্যার ৪২শতাংশ। বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যে এ পাঁচটি দেশের অবস্থানের গুরুত্ব ক্রমেই বাড়ছে । নিজের স্বার্থ রক্ষা , উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের অনুকুল শর্ত সৃষ্টি করা এবং বিশ্ব অর্থনীতির সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন তরান্বিত করার জন্য পাঁচটি দেশের উচিত মিলিতভাবে বিশ্বায়ন থেকে সৃষ্ট ঝুঁকির মোকাবেলা করা । হু চিন থাও বলেছেন , চীন অব্যাহতভাবে শিল্পোন্নত দেশগুলোর সঙ্গে সংলাপ জোরদার করার পক্ষপাতী ।

    আবহাওয়ার পরিবর্তন হলো বর্তমান সংলাপের অন্যতম প্রধান আলোচ্য বিষয় । এ সম্পর্কে হু চিন থাও বলেছেন , আবহাওয়ার পরিবর্তন গোটা মানবজাতির টেকসই উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত । চীন পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নকে গুরুত্ব দেয় এবং গ্রীনহাউসের বিষাক্ত গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রনের ব্যবস্থা নেবে । চীন আন্তর্জাতিক চুক্তি নিষ্ঠার সঙ্গে কার্যকরী করবে এবং অর্থনীতির কাঠামো পুনবিন্যাস ,জ্বালানী শক্তি শাশ্রয় করা , পুনঃব্যবহার্য জ্বালানী শক্তি ব্যবহার করার ব্যবস্থা নেবে এবং গোটা পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন কমিয়ে দেয়ার প্রচেষ্টা চালাবে ।

    প্রেসিডেন্ট হু চিন থাওয়ের ভাষণ অন্য চারটি দেশের নেতৃবৃন্দের সাড়া পেয়েছে । মুখপাত্র লিউ চিয়েন ছাও বলেছেন , আবহায়া পরিবর্তনের বিষয়ে চারটি দেশের নেতারা মনে করেন, শিল্পোন্নত দেশগুলোকে নিজের প্রতিশ্রুতি রেখে সর্বপ্রথমেনিঃসৃত গ্যাসের পরিমান কমাতে হবে । এ ব্যাপারে উন্নয়নশীল দেশগুলোও নিজের অবদান রাখবে । দোহা রাউন্ড আলোচনা সম্পর্কে তারা বলেছেন , যততাড়াতাড়ি সম্ভব আলোচনা শেষ করা উচিত । উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষার জন্য শিল্পোন্নত দেশগুলোকে কৃষিপন্যের ভরতুকি কমাতে হবে , আমদানি কর কমিয়ে দেয়ার ব্যবস্থা নিতে হবে এবং জাতিসংঘের সহস্রাব্দীর উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উন্নয়নশীলদেশগুলোকে সাহায্য দিতে হবে ।

    বৈঠকের পর একটি যৌথ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ।