 জি-৮'এর নেতৃবৃন্দ ৭ জুন অভিমত ব্যক্ত করেছেন, বর্তমানে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি ভাল এবং বিভিন্ন অঞ্চলের অর্থনীতির বৃদ্ধিও ভারসাম্যমূলকও হচ্ছে।
জার্মানীর হেইলিগেন্দামে অনুষ্ঠিত বৈঠকে জি-৮'এর নেতৃবৃন্দ এদিন বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তাদের বৈঠকের পর প্রকাশিত এক তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি সুষ্ঠু। বিশ্বের প্রথম বড় অর্থনৈতিক সত্তা যুক্তরাষ্ট্রের অর্থনীতির বৃদ্ধির গতি ধীর হয়েছে। কিন্তু এটি অবিরাম। ই ইউ'র অর্থনীতি বৃদ্ধির গতিও প্রবল। জাপানের কাঠামোর সংস্কার ও অর্থ স্থিতিশীল করার প্রচেষ্টাও কার্যকর হচ্ছে।
তথ্য বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিশ্বের অর্থনীতির সাম্যহীনতার সমাধানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর উচিত আরো প্রচেষ্টা চালানো। কিন্তু বিশ্ব অর্থনীতি ভারসাম্যমূলক দিকে চলে যাচ্ছে।
|