৭ জুন ইরাকের পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাজধানী বাগদাদ ও ইরাকের উত্তরাঞ্চলের একটি জেলায় বহু হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছে।
ইরাকের এজন পুলিশ সংবাদদাতাকে বলেছেন, এদিন সকালে, বাগদাদের পূর্বাঞ্চলের সদর সিটিতে দু'টি গাড়ির বোমা বিস্ফোরণে মোট ৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। একইদিন বিকালে, বাগদাদের পশ্চিমাঞ্চলের ইরাকী বাহিনীর চেক-পয়েন্টে পর পর দু'টি আত্মঘাতি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। তাছাড়াও , বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কামান বিস্ফোরণে ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছে।
জানা গেছে, এদিন সিরিয়ার সীমান্ত এলাকার কাছাকাছি রাবিয়া জেলার একটি পুলিশ ব্যুরোয় আত্মঘাতি গাড়ির বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন পুলিশ ছিল।
|