|
|
(GMT+08:00)
2007-06-08 17:24:55
|
চীনের সাংস্কৃতিক পুরাকীর্তি সংরক্ষণে বিশেষ অবদান রাখার জন্যে ১১৭টি ইউনিট ও ৩৪০জন ব্যক্তি পুরস্কারে ভূষিত
cri
চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও জাতীয় পুরাকীর্তি ব্যুরো ৮ জুন পেইচিংয়ে একটি জনসমাবেশে সাংস্কৃতিক পুরাকীর্তি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্যে ১১৭টি ইউনিট ও ৩৪০জন ব্যক্তিকে জাতীয় পর্যায় ও মন্ত্রণালয় পর্যায়ের পুরস্কারে ভূষিত করেছে ।
জনসমাবেশে ভাষণ দেয়ার সময় চীনের সংস্কৃতি মন্ত্রী সুন চিয়া চেং বলেছেন , পুরস্কার প্রাপ্যদের মধ্যে যেমন পুরাকীর্তি গবেষণা বিষয়ক বিশেষজ্ঞ রয়েছেন , তেমনি রয়েছেন চীনের পুরাকীর্তি সংরক্ষণের কাজে তত্পর সাধারণ কৃষক । তাদের অনেকে প্রত্যন্ত অঞ্চলগুলো ও সংখ্যালঘু জাতি-অধ্যুষিত এলাকায় কাজ করে চীনের জাতীয় সংস্কৃতির গ্রহণ ও প্রসারণের ক্ষেত্রে অবিনশ্বর অবদান রেখেছেন ।
এ পর্যন্ত চীনের কেন্দ্রীয় সরকার পুরাকীর্তি সংরক্ষণের বিশেষ খাতে ১০ কোটিরও বেশি ইউয়ান বরাদ্দ করেছে ।
|
|
|