v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-08 15:56:48    
চীনের গ্রামাঞ্চলে আর্থিক সংস্কারের নতুন প্রচেষ্টা

cri
    গ্রামাঞ্চলে আর্থিক সংস্কার হচ্ছে চীনের আর্থিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। গত কয়েক বছরে চীনের আর্থিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা বিভাগ যথোপযুক্তভাবে বাজারে গ্রামাঞ্চলের আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রবেশাধিকার সংক্রান্ত নীতি শিথিল করেছে এবং গ্রামাঞ্চলের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরণের পুঁজি প্রবেশকে উত্সাহিত করার ব্যবস্থা নিয়েছে , যাতে চীনের ৮০ কোটি কৃষক তাড়াতাড়ি স্বচ্ছ হয়ে উঠতে পারেন । এর পাশাপাশি গ্রামাঞ্চলের বৈশিষ্ট্যের সংগে সংগতিপূর্ণ কিছু সংখ্যক নতুন আর্থিক প্রতিষ্ঠানও ধাপে ধাপে চীনের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে গড়ে উঠেছে । চীনের গ্রামাঞ্চলে কৃষকরা এখন কিভাবে আর্থিক সহায়তা পাচ্ছেন , সে সম্পর্কে কিছু বলছি আমি শি চিং উ ।

    গত শতাব্দির নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ের পর ঋণদানের আশংকার কথা বিবেচনা করে চীনের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ক্রমেই চীনের গ্রামাঞ্চল থেকে সরে যায় । ফলে চীনের বিশাল গ্রামাঞ্চলে ঋণদানের পরিসেবার ক্ষেত্রে আংশিকভাবে শূণ্যতা দেখা দেয় । বেসরকারী ঋণদান সংস্থা ছাড়া কৃষকরা তাদের উত্পাদনের মাত্রা বাড়ানো কিংবা পার্শ্ববৃত্তি চালানোর জন্যে সহজেই আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারতেন না । অথচ এখন এ অবস্থার পরিবর্তন হচ্ছে ।

    গত ১ মার্চ পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশে ও উত্তর-পূর্ব চীনের চি লিন প্রদেশে তিনটি নতুন ধরণের আর্থিক প্রতিষ্ঠান- গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠিত হয় । সংশ্লিষ্ট নিয়ম অনুসারে বিশেষভাবে গ্রামাঞ্চলের পরিসেবায় নিয়োজিত এ ব্যাংকগুলো প্রথমে চীনের গ্রামীন অর্থনীতির বিকাশের চাহিদা মেটাবে । চি লিন প্রদেশের তুং ফোং ছেং সিন গ্রামীন ব্যাংক কোম্পানির চেয়ারম্যান তিং সিয়াও পোও আমাদের সংবাদদাতাকে বলেছেন , তাদের ব্যাংকের প্রধান গ্রাহক হচ্ছেন স্থানীয় কৃষক । তিনি বলেছেন ,

    ব্যাপক কৃষকের উদ্দেশ্যেই আমাদের ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে । আমাদের যাবতীয় ঋণদানের সার্ভিস তাদের জন্যে খোলা । আমাদের ব্যাংক প্রধানত কৃষকদের উত্পাদন প্রক্রিয়ার জন্যে চাষাবাদ সংক্রান্ত ঋণ ও মত্স চাষ সংক্রান্ত ঋণ দিয়ে থাকে । আমাদের লক্ষ্য হচ্ছে যত তাড়িতাড়ি সম্ভব স্বচ্ছল হওয়ার পথে কৃষকদের সহায়তা করা এবং নতুন সমাজতান্ত্রিক গ্রামাঞ্চল গড়ে তোলার পরিসেবায় নিয়োজিত থাকা ।

    জানা গেছে , চীনের গ্রামীন ব্যাংকগুলো অল্প দিনের মধ্যে কৃষকদের ঋণ দিতে পারেন এবং তাদের দেয়া ঋণের সুদও বেসরকারী ঋণদান সংস্থার চেয়ে কম । তাছাড়া এ ব্যাংকগুলো বর্তমানে কৃষি ও গ্রামীন অর্থনীতির বিকাশের বাস্তব অবস্থা অনুযায়ী সৃজনশীলতা আনতে পারে , বাজারীকরণের নীতি অনুসারে ব্যবস্থাপনা চালাতে পারে এবং গ্রামাঞ্চলের বাস্তবতার উপযোগী সার্ভিসের প্রক্রিয়া গড়ে তুলতে পারে ।

    গ্রামীণ ব্যাংকগুলোর পাশাপাশি কেবল ঋণদানকারী এক ধরণের আর্থিক প্রতিষ্ঠান - ক্ষুদে ঋণদানকারী কোম্পানিগুলোও এখন চীনের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয়েছে । এ কোম্পানিগুলোও প্রধানত চীনের গ্রামাঞ্চলের কৃষক ও শিল্পপ্রতিষ্ঠানের পরিসেবায় কাজ করে থাকে এবং নিজেদের নিবন্ধিত পুঁজিকে সূচনামূলক পুঁজি হিসেবে গ্রহণ করে কৃষকদের ঋণ দিয়ে থাকে ।

    আমাদের সংবাদদাতা উত্তর চীনের শান সি প্রদেশের পিং ইয়াও জেলায় জানতে পেয়েছেন , সেখানকার বহু গ্রামবাসী ক্ষুদে ঋণদানকারী কোম্পনিতে গিয়ে ঋণ নিয়ে থাকেন । সেই জেলার দুটো সুপরিচিত ক্ষুদে ঋণদানকারী কোম্পানি- রি শেং লুং ও চিন ইউয়ান থাই কোম্পানিতে আমাদের সংবাদদাতা দেখতে পান , স্থানীয় কৃষকরা কম হলে ৩ থেকে ৫ হাজার ইউয়ান ঋণ নেন এবং বেশি পক্ষে ৩০ থেকে ৫০ হাজার ইউয়ান ঋণ নেন । সাধারণত তারা তিনদিনের মধ্যে এসব ঋণ নিতে পারেন । গ্রামবাসী ওয়াং চুং ছিং আমাদের সংবাদদাতাকে বলেছেন , তিনি ক্ষুদে ঋণদানকারী কোম্পানির কাছ থেকে ৫০ হাজার ইউয়ান ঋণ নিয়ে তার মুরগী খামারের পুঁজির সমস্যা সমাধান করেছেন । গ্রামীণ ক্রেডিট সংস্থার তুলনায় ক্ষুদে ঋণদানকারী সংস্থার ঋণদান ব্যবস্থা তার কাছে আরো সুবিধাজনক বলে তিনি মনে করেন । তিনি বলেছেন ,

    আস্থা থাকলে কোনো সমস্যা থাকবে না । আগে আমি ক্রেডিট সংস্থা থেকে এত সহজেই ঋণ নিতে পারতাম না ।

    গ্রামীণ ব্যাংক ও ক্ষুদে ঋণদানকারী কোম্পানি প্রতিষ্ঠার আগে অনেকে গ্রামাঞ্চলে ঋণদানের আশংকা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন । তারা মনে করতেন যে , কৃষকদের আস্থার সচেতনতা তত সবল নয় । এটি আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ পরিশোধের ব্যাপারে অপেক্ষাকৃত আশংকা এনে দেবে । অথচ শান সি প্রদেশের ক্ষুদে ঋণদানকারী কোম্পানিগুলোর বর্তমান ব্যবস্থাপনা থেকে দেখা যাচ্ছে , ঋণ পরিশোধের ব্যাপারে কোনো সমস্যা দেখা দেয় নি । রি শেং লুং ক্ষুদে ঋণদানকারী কোম্পানির সহকারী ম্যানেজার জেনারেল কোও থুং লিয়াং বলেছেন ,

    এ পর্যন্ত আমরা মেয়াদোত্তীর্ণ ঋণের ১০০ শতাংশই ফিরে পেয়েছি এবং মেয়াদোত্তীর্ণ সুদেরও ১০০ শতাংশই ফিরে পেয়েছি ।

    যদি বলা হয়ে থাকে , নতুন প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাক ও ক্ষুদে ঋণদানকারী কোম্পানিগুলো নির্দিষ্ট মাত্রায় গ্রামাঞ্চলের ক্রেডিট পুঁজির উত্সের সমস্যা সুরাহা করেছে , তাহলে সবেমাত্র প্রতিষ্ঠিত চীনা ডাক আমানত ব্যাংক খুব সম্ভবত কৃষকদের পরিসেবার মান উন্নত করতে পারবে বলে আশা করা হচ্ছে । এখন চীনে রয়েছে ৩৬ হাজার ডাক আমানত ব্যাংকের শাখা । তার মধ্যে ৭০ শতাংশ শাখা চীনের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে ছড়িয়ে রয়েছে । চীনা ডাক আমানত ব্যাংকের চেয়ারম্যান লিউ আন তুং বলেছেন , গ্রামাঞ্চলের গ্রাহকদের জন্যে উত্কৃষ্ট আর্থিক পরিসেবা প্রদানের জন্য বিশেষভাবে গ্রামীণ আর্থিক পরিসেবা বিভাগ প্রতিষ্ঠা করা হবে । তিনি বলেছেন ,

     সবেমাত্র প্রতিষ্ঠিত চীনা ডাক আমানত ব্যাংক শহর ও গ্রামাঞ্চল সুগম করা এবং সারা দেশে ছড়িয়ে পড়া আর্থিক পরিসেবার পরিপূর্ণ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবে ।

    শান সি প্রদেশের পিং ইয়াং জেলার রি শেং লুং ক্ষুদে ঋণদানকারী কোম্পানির ম্যানেজার জেনারেল লিউ ওয়ে হুই আশা প্রকাশ করে বলেছেন , সরকার তাদের মত কোম্পানির পুঁজির উত্স প্রশস্ত করার জন্যে পদক্ষেপ নেবে । তিনি বলেছেন ,

    আমরা আরো বেশি পুঁজি নিবন্ধন করার চেষ্টা করেও বাজারের চাহিদা মেটাতে পারছি না ।