প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আপনারা আগের মতো সুন্দর সুন্দর গান শুনতে পাবেন।
ভারতের বর্দ্ধমান জেলার সিথার্দ্ধ মন্ডল আমাদের অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের কন্ঠে " প্রেম একবারেই এসেছিলো নীরবে" গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা, চলুন, সবাই মিলে গানটি শুনি।
বাংলাদেশের রংপুর জেলার কাশিপুর গ্রামের নিউ সিসটেম সংঘের মো: মহিদুল ইসলাম মহিদ আমাদের অনুষ্ঠানে শিল্পী মনির খানের কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। গানের কথা হলো: আমি নেংটা ছিলাম ভালো ছিলাম, ভালো ছিলো শিশুকাল, মায়ের সাধা দুধের মতো জীবন ছিলো নির্ভেজাল। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন গানটি শোনা যাক।
বাংলাদেশের হবিগঞ্জ জেলার ইয়ং ব্রাদার্স রেডিও লিসনার্স ক্লাবের মহিলা সম্পাদিকা বন্যা অধিকারী আমাদের চাওয়া পাওয়াতে সোনু নিগম-এর কন্ঠে একটি হিন্দী গান শুনতে চেয়েছেন। গানের প্রথম কলি হলো যানে মন ছুপকে ছুপকে সারে দুনিয়া সে ছুপকে তুমনে এশোই বাতকিয়া"। কিন্তু খুব দুঃখিত, গানটি আমাদের হাতে নেই। প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গানটি শুনছেন তা হচ্ছে সোনু নিগম-এর গাওয়া "ফেলে আশা সেদিনের কথা"গানটি। আশা করি, সবাই এই গান পছন্দ করবেন।
ভারতের পশ্চিম বঙ্গের নদীয়া জেলার ফুলিয়া চটকাতলা গ্রামের নমিতা বসাক আমাদের অনুষ্ঠানে শিল্পী কুমার শানুর কন্ঠে " অমর শিল্পী তুমি কিশোর কুমার" গানটি শুনতে চেয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের কাছে আপনার পছন্দের গানটি নেই। তাই এখন আমি কুমার শানুর কন্ঠে আরেকটি গান শোনাচ্ছি। গানের নাম তোমার হাসিতে বধু।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হলো। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আশা করি, আরো বেশী শ্রোতাবন্ধুরা আমাকে চিঠি লিখবেন। শ্রুতিমধুর গানের মাধ্যমে জীবনের আনন্দ ভোগ করা যাক। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে আগামী সপ্তাহে।
|