|
|
(GMT+08:00)
2007-06-07 19:33:58
|
উ পাং গুয়ের সঙ্গে ইন্দোনেসিয়ার ভাইস প্রেসিডেন্টের সাক্ষাত
cri
৭ জুন চীন সফররত ইন্দোনেসিয়ার ভাইস প্রেসিডেন্ট মুহামাড জুসুফ কালা চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাংকুয়ের সঙ্গে সাক্ষাতকরেছেন। এ সময় উ পাং গুয়ে চীন ও ইন্দোনেসিয়ার মধ্যে সর্ম্পকের ভূয়সী প্রসংশা করেছেন। তিনি বলেছেন, চীন ও ইন্দোনেসিয়ার অর্থনীতির পারস্পরিক অনুপুরক উপাদান বেশী, সহযোগিতার ভিত্তি ভাল এবং এ ক্ষেত্রেনিহিত শক্তি বিশাল। পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা জোরদার করা কেবল দু'পক্ষের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ তাই নয় আসিয়ানের সঙ্গে চীনের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার অনুকূল। ইন্দোনেসিয়ার ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ইন্দোনেসিয়া চীনের বিকাশের দিকে অত্যন্ত মনোযোগ দেয়। বিশেষ করে কৃষি, জলসেচ, অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অভিজ্ঞতার উপর ইন্দোনেসিয়ার আগ্রহ বেশী। ইন্দোনেসিয়া আশা করে, উপরোল্লেখিত ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা চালানোর মাধ্যমে চীন থেকে আধুনিক প্রযুক্তি ও পুঁজি অর্জন করা যায়।
|
|
|