সুদানের পররাষ্ট্রমন্ত্রী লাম আকোল আজাওয়েন আগোন্দিত আগোন্দিত ৬ জুন খারতুমে ভিডিও ব্যবস্থার মাধ্যমে ওয়াশিংটনের সংবাদদাতাদেরকে বলেছেন, সুদানের উপর যুক্তরাষ্ট্রের শাস্তি হচ্ছে দারফুর অঞ্চলের শান্তি নষ্ট করার প্রচেষ্টা।
আগোন্দিত বলেন, সুদান সরকার দারফুর অঞ্চলে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের যখন যৌথ শান্তি রক্ষী বাহিনী বন্টন করার নির্দিষ্ট প্রকল্প প্রণয়ন করছে তখনই যুক্তরাষ্ট্র এই শাস্তি ঘোষণা করল। এই ঘোষণা দারফুর অঞ্চলে যৌথ শান্তিরক্ষী বাহিনী বন্টনে বাধা দেবে।
সুদানের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীনঅর্থনৈতিক শাস্তি আরোপ করার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বুশ ২৯ মে সুদানের ওপর নতুন অর্থনৈতিক শাস্তি আরোপের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে, সুদান সরকারের নিয়ন্ত্রণে ৩০টি রাষ্ট্রীয় বা যৌথ-মালিকানার কোম্পানি, দু'জন সরকারী কর্মকর্তার এবং সরকার বিরোধী সশস্ত্র সংস্থার একজন নেতার সঙ্গে মার্কিন নাগরিকদের ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর যোগাযোগ নিষিদ্ধ করা।
|