বর্তমানে চীনের বিভিন্ন স্থানে বিভিন্ন স্তরের নানা ধরণের ২ হাজার ৩৯৫টি প্রাকৃতিক সংরক্ষণ এলাকা স্থাপন করা হয়েছে । এ এলাকাগুলোর আয়তন ১৫ লাখ ১০ হাজার বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে । এটি চীনের স্থলভাগের ১৫ শতাংশেরও বেশি ।
৭ জুন চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরো সূত্রে এ তথ্য জানা গেছে ।
জানা গেছে , চীনে রয়েছে বন , তৃণভূমি , জলাভূমি ও মরুভূমিসহ বহু ধরণের প্রাকৃতিক সংরক্ষণ এলাকা । এ এলাকাগুলো চীনের অধিকাংশ স্থলভাগের প্রাকৃতিক ব্যবস্থা এবং বন্য প্রাণী ও বৃক্ষগুলো রক্ষা করেছে এবং কার্যকরীভাবে প্রাকৃতিক নিরাপত্তা ও জীবের বহুমুখীতা সংরক্ষণ করেছে । প্রাকৃতিক সংরক্ষণ এলাকার গঠনকাজ জোরদার করার জন্যে চীন সরকার মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেছে এবং প্রাকৃতিক সংরক্ষণ এলাকাগুলোর প্রাকৃতিক তত্ত্বাবধান জোরদার করেছে ।
চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরোর একজন কর্মকর্তা বলেছেন , চীন ভবিষ্যতেও প্রাকৃতিক সংরক্ষণ এলাকাগুলোর ব্যবস্থাপনার মান উন্নত করবে এবং এ এলাকাগুলোতে অযৌক্তিক উন্নয়ন তত্পরতা রোধের চেষ্টা করবে ।
|