চীন ও কোস্টারিকা ৭ জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, দু'দেশের সরকার সম্পর্ক প্রতিষ্ঠা ইস্তাহার স্বাক্ষারের পর রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চেছি ও কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো স্টানো উগার্টে ১ জুন নিজেদের সরকারের প্রতিনিধিত্ব করে 'চীন ও কোস্টারিকা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা সংক্রান্ত যৌথ ইস্তাহার' স্বাক্ষর করেন।
ইস্তাহারে বলা হয়েছে, কোস্টারিকা সরকার একচীন নীতি স্বীকার করে, চীন সরকার হচ্ছে চীনের প্রতিনিধিত্ব করা একমাত্র বৈধ সরকার। তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ।
ইস্তাহারে আরো বলা হয়, দু'দেশের সরকার শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতি ভিত্তিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা উন্নয়ন করতে রাজী হয়েছে।
দু'দেশের সরকার যত তাড়াতাড়ি সম্ভব পরস্পরের রাষ্ট্রদূত পাঠানো এবং দূতাবাস স্থাপন করতে রাজী হয়েছে।
|