v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-07 18:43:18    
গত দশ বছরে হংকংয়ের সমৃদ্ধি বজায় রয়েছে

cri
    মাতৃভূমির সঙ্গে একত্রিত হওয়ার পর দশ বছরে হংকং এশিয়ার আর্থিক সংকট , সারা বিশ্বের অর্থনীতির বৃদ্ধি কমানো আর সার্সের চ্যালেঞ্জের মোকাবেলা করেছে । হংকং বিশেষ আঞ্চলিক সরকার সাফল্যের সঙ্গে অসুবিধার মোকাবেলা করেছে এবং অর্থনীতির সুষ্ঠু বিকাশ বজায় রেখেছে ।

    ইউগেনে গোষ্ঠী হলো হংকংয়ের বিশাধিক বছরের পুরনো একটি বড় কোম্পানি । হংকংয়ে তার দশটি চেইন দোকান আছে । এ সব দোকানে নারী ও শিশুর পন্যদ্রব্য বিক্রি হয় । তা ছাড়া এই কোম্পানিবইপত্র ও ম্যাগাজিনও প্রকাশ করে । মিঃ ইউগেনে ইয়াও এ কোম্পানির সি ই ও । তিনি আমাদের সংবাদদাতাকে বলেন , মাতৃভূমির সঙ্গে একত্রিত হওয়ার আগে আমার কিছু বন্ধু নিজের অর্থ বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিলেন । এটা তাদের কোম্পানির জন্য এক বড় ক্ষতি , কেননা তারা উন্নয়নের একটি ভালো সুযোগ হারিয়েছেন । আমি মনে করি এটা দুরদর্শী ও বুদ্ধিমানের সিদ্ধান্ত নয় । সেই সময় আমি বিদেশে যাই নি , গত দশ বছরে আমার কোম্পানির দ্রুত উন্নয়ন হয়েছে ।

    প্রত্যাবর্তনের দশ বছরে হংকংয়ের অর্থনীতির বিকাশ নানা ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছে । প্রত্যাবর্তনের মাত্র কয়েক মাস পর এশিয় আর্থিক সংকটের প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার সবদেশের অর্থনীতি মন্দায় পড়ে । অন্যতম আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে হংকংয়েরও গুরুতর ক্ষতি ক্ষতি হয় । এই সময় হংকং বিশেষ প্রশাসনিক আঞ্চলিক সরকার কেন্দ্রীয় সরকারের বলিষ্ঠ সমর্থনে অর্থনৈতিক মন্দা ঠেকানোর অনেক ব্যবস্থা নেয় । হংকং সরকার ১১০ বিলিয়ন হংকং ডলার মূলের বিদেশী মুদ্রা দিয়ে হংকংয়ের শেয়ার কিনে হংকংয়ের মুদ্রার বিনিময় হার স্থিতিশীল করে তুলে । এর পাশাপাশি হংকং সরকার অর্থনীতির উন্নয়ন বজায় রাখার জন্য অবকাঠামো নির্মানে বিনিয়োগ বাড়িয়ে দেয় । সরকারের এই উদ্যোগে হংকং ডিসনি ওয়াল্ড নির্মান করা হয় এবং সাবওয়ে ও এক্সপ্রেস ওয়ের অবকাঠামো নির্মান জোরদার করা হয় । ফলে বিরাট অর্থনৈতিক কার্যকারিতা ও কর্মসংস্থানের অনেক সুযোগ সৃষ্টি হয় । নাগরিকদের আর্থিক চাপ কমানোর জন্য হংকং সরকার কর কমানোর ব্যবস্থাও নিয়েছে ।

    এশিয় আর্থিক সংকটের মোকাবেলায় কেন্দ্রীয় সরকার হংকং বিশেষ আঞ্চলিক সরকারকে বিরাট সমর্থন ও সাহায্য দিয়েছে । কেন্দ্রীয় সরকার চীনা মুদ্রা রেনমিনপির বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখার ব্যবস্থা নিয়েছে । এটা আর্থিক সংকট মোকাবেলায় হংকং সরকার ও হংকংবাসীকে বলিষ্ঠ সমর্থন যুগিয়েছে ।

     ১৯৯৯ সালের এপ্রিল মাস থেকে হংকংয়ের অর্থনীতি পুনরুদ্ধার হতে শুরু করে । ২০০০সালে হংকংয়ের উত্পাদন মূল্য ১০.২ শতাংশ বৃদ্ধি পায়। হংকংয়ের নামকরা শিল্পপতি চেন সিয়েন চি বলেছেন , এশিয় আর্থিক সংকটের সময় হংকংয়ের আর্থিক ঘাটতি বেশি , বেতারত্বের হার উচু ছিল । তবে হংকং বিশেষ আঞ্চলিক সরকার অসুবিধার সময় ক্ষয়ক্ষতি নূন্যতম মানে রাখতে পেরেছে ।

    আর্থিক সংকটের পর ২০০০ সালের দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রর অর্থনৈতিক মন্দা ও ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর ঘটনার প্রভাবে সারা বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধি কমে যায় , ২০০৩ সালের সার্স প্রকোপও হংকংয়ের পর্যটন ও যানবাহন শিল্পের ক্ষতি করে।

    হংকং বিশেষ আঞ্চলিকসরকার এ সব অসুবিধার সামনে পিছু হটে নি । কেন্দ্রীয় সরকারও হংকং সরকারকে সমর্থন বাড়ানোর অনেক ব্যবস্থা নেয় । ২০০৩ সালে মূলভূভাগ ও হংকংয়ের মধ্যে আরো ঘনিষ্ঠ আর্থ-বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয় । এই চুক্তির কল্যানে হংকংয়ের আরো বেশি পন্য শুন্য শুলকে মূলভূভাগে প্রবেশ করে শুরু করে এবং মূলভূভাগের নাগরিকরা সহজেই হংকং ভ্রমন করে পারেন । এসব ব্যবস্থা হংকংয়ের অর্থনীতির উন্নয়ন তরান্বিত করেছে ।

    হংকংয়ের ভবিষ্যত সম্বন্ধে হংকং বিশেষ আঞ্চলিক সরকারের আর্থিক বিভাগের প্রধান থান ইং নিয়েন বলেছেন , হংকং সরকার মেধাস্বত্ব রক্ষা ব্যবস্থা , বিনিয়োগের উত্তম পরিবেশ ও ব্যাপক আর্ন্তজাতিক যোগাযোগ কাজে লাগিয়ে হংকংয়ের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করার চেষ্টা করবে , আমরা হংকংয়ের ভবিষ্যত সম্বন্ধে আশাবাদী।