বিশ্ব বাণিজ্য সংস্থার মহা পরিচালক পাসকল লামি ৬ জুন জেনেভায় পশ্চিমা প্রধান শিল্পোন্নত দেশগুলোর কাছে দোহা রাউণ্ড আলোচনার প্রক্রিয়ার ওপর মনোযোগ দিয়ে আলোচনার সাফল্যের জন্য চেষ্টা করার আহ্বান জানিয়েছেন।
জি-৮-এর শীর্ষ সম্মেলন শুরু হবার আগে তিনি এই আহ্বান জানান। তিনি বলেছেন, 'আমি এ সব নেতৃবৃন্দের কাছে একটি জরুরী সংকেত পাঠাতে চাই। তাদের জানাবো যে, দোহা রাউণ্ড আলোচনার সফলতার সুযোগ আঁকড়ে ধরা উচিত।
তিনি বলেছেন, দোহা রাউণ্ড আলোচনার প্রধান প্রধান পক্ষগুলোর ইতিবাচক অংশ গ্রহণ দরকার এবং বিভিন্ন গ্রুপের মধ্যে স্বার্থের ভারসাম্য অন্বেষণ করা উচিত। এর পাশা পাশি তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, বর্তমানে দোহা রাউণ্ড আলোচনা ব্যর্থতার চূড়ান্ত পদিয় রয়েছে। সুযোগ দূরে সরে যাচ্ছে। তিনি জি-৮-এর শীর্ষ সম্মেলনের পর সংশ্লিষ্ট দেশের বাণিজ্যমন্ত্রীদের বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তরে আমন্ত্রণ জানিয়ে একটি আন্তরিক সংলাপ করার আশা প্রকাশ করেছেন।
|