মক্কেলঃ কোন লোকের কুকুর যদি অন্য এক জনের মুরগী খেয়ে ফেলে, তাহলে আইন কি ব্যবস্থা নেবে?
উকিলঃ যার কুকুর, সে মুরগীর দাম হিসেবে দশ টাকা দেবে।
মক্কেলঃ উকিল সাহেব, তাহলে এবার আমাকে দশ টাকা দিন, যে কুকুরটা আমার মুরগী খেয়েছে, সেটা আপনারই কুকুর।
উকিলঃ তাই নাকি? তাহলে এবার আমাকে দশ টাকা দাও। জান তো আমার পরামর্শ ফি হচ্ছে কুড়ি টাকা।
——বাংলাদেশের হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়ার ইয়ং ব্রাদার্স রেডিও লিসেনার্স ক্লাবের ঝর্ণা ক্লাবের ঝর্ণা অধিকারী
|