v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-05 20:52:39    
২০০৮ সালের ওলিম্পিক গেমসকে স্বাগত জানানোর জন্য পেইচিংয়ে পুরাকীর্তিগুলো মেরামত প্রকল্প পুরোদমে চলছে

cri
    ২০০৮ সালের ওলিম্পিক গেমস ঘনিয়ে আসছে । চীনের রাজধানী পিইচিংয়ে প্রস্তুতির কাজ পুরোদমে চলছে । সাম্প্রতিক বছরগুলোতে পেইচিং পৌর সরকার পুরাকীর্তি রক্ষার অনেক ব্যবস্থা নিয়েছে । পেইচিং শহরের পুরাকীর্তি ব্যুরোর প্রধান খং ফান সি বলেছেন , পেইচিং মহানগরের পুরাকীর্তি সংরক্ষন প্রচেষ্টা ওলিম্পিক গেমসের জন্য উত্তম সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করবে।

    পেইচিং মহানগর একটি পুরনো রাজধানী । পেইচিংয়ের রাজধানী হওয়ার ইতিহাস সাড়ে আট শ' বছরেরও বেশি । শহরের সব স্থানে পুরাকীর্তি রয়েছে। বিভিন্ন পর্যায়ের সংরক্ষিত পুরাকীর্তির সংখ্যা দু হাজারের বেশি । দীর্ঘ দিন থাকার দরুন চীনের কিছু ঐতিহ্যিক স্থাপত্য নষ্ট হতে শুরু করে । এ সব পুরনো স্থাপত্যে আগুন ও বজ্রপাত প্রতিরোধের ব্যবস্থা নেই । ২০০০ সালে পেইচিং পৌর সরকার পুরাকীর্তি মজবুত ও মেরামতের জন্য ৩৩ কোটি ইউয়ান বরাদ্দ করেছিল। এই ৩৩কোটি সরকারী বরাদ্দের সাহায্যে সংশ্লিষ্ট বিভাগ বিভিন্ন অঞ্চল ও জেলা থেকে এবং সমাজের গন্যমান্য ব্যক্তিদের অনুদানসহ মোট ৫ বিলিয়ন অর্থ জোগাড় করেছে । এই অর্থ দিয়ে তিন বছরের মধ্যে পেইচিংয়ের সব পুরাকীর্তি ও পুরানিদর্শন মেরামত করা হয়েছে । চীনের পুরাকীর্তি সংরক্ষণ ইতিহাসে এত বড় আকারের মেরামত বিরল ।

    এ বছরের প্রথম দিকে পেইচিং শহরের পুরাকীর্তি ব্যুরো আরেক বার পুরনো স্থাপত্যগুলোর নিরাপত্তা অবস্থা পরীক্ষা করে আবিষ্কার করেছে , পেইচিংয়ের ১৮টি পুরনো স্থাপত্যের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ নয় । যেমন পেইচিংয়ের কেন্দ্রস্থলে অবস্থিত হুই সিয়েন থানের ইতিহাস এক শ' বছরের বেশি । স্থাপত্যটি দীর্ঘ দিন মেরামত হয়নি । ভবনে বজ্রপাত ও আগুন প্রতিরোধেরব্যবস্থা নেই । পেইচিং শহরের পুরাকীর্তি সংরক্ষণ ব্যুরোর উপপ্রধান ইয়ু পিং বলেছেন , আমরা এই ১৮টি পুরনো স্থাপত্যের নির্দিষ্ট সময়ের মধ্যে মেরামতের নিদের্শ দিয়েছি এবং এই কাজকে এ বছর পেইচিংয়ের পুরাকীর্তি তত্ত্বাবধানের একটি বড় কাজ হিসেবে গ্রহন করেছি । এ সমস্যা সমাধানের জন্য আমরা একটি পরিকল্পনা তৈরী করেছি ।

    ২০০৮ সালের ওলিম্পিক গেমসের জন্য এক উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য পেইচিং পৌর সরকার ৬০ কোটি ইউয়ান বরাদ্দ করেছে । এই অর্থ দিয়ে পেইচিংয়ের সব পুরনো স্থাপত্য ও পুরাকীর্তি আরো মজবুত করা হবে , পুরনো স্থাপত্যগুলোতে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থা নেয়া হবে এবং আগুন ও জল নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হবে । পেইচিং পুরাকীর্তি ব্যুরোর প্রধান কোন ফান সি বলেছেন পুরাকীর্তিগুলোর নিরাপত্তার আশংকা দূর করার গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে । পেইচিংয়ে অনুষ্ঠিতব্য ওলিম্পিক গেমসের সাফল্যজনক অনুষ্ঠান নিশ্চিত করার জন্য সব ধরনের অনিরাপদ উপাদান দূর করতে হবে । পুরনো স্থাপত্যগুলো রাজধানী পেইচিংয়ের সাংস্কৃতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ । কাজেই ওলিম্পিক গেমসের সময় উপযুক্ত সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টির জন্য অবশ্যই পুরাকীর্তির মেরামত ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে ।

    পেইচিং শহরের পুরাকীর্তি সংরক্ষনের সাফল্য সুস্পষ্ট । ১৯৫৪ সালে ভেঙ্গে দেয়া পুরনো পেইচিং নগরের দক্ষিণ দরজা—ইউয়োন তিন মেন পুনর্নিমান করা হয়েছে । ফলে পেইচিং মহানগরের স্থাপত্যের পূর্ণতা রক্ষা পেয়েছে । পেইচিংয়ের স্থাপত্যগুলো থেকে থেকে রাজকীয় নগরের চিন্তা-ভাবনা ও সংস্কৃতি প্রতিফলিত হয়। পেইচিংয়ের বিখ্যাত সাংস্কৃতিক উত্তরাধিকার-- রাজপ্রাসাদ , চৌথৌতিয়েন পিকিং মানুষের ধ্বংসাবশেষ , আকাশমন্দির ও মহাপ্রাচীরের সংরক্ষণ সুসম্পন্ন হয়েছে। পেইচিংয়ের বৈশিষ্ট্যসম্পন্ন চকমিলানো বাড়িঘর সংরক্ষণ করা হয়েছে । পেইচিংয়ের পুরাকীর্তি ব্যুরোর উপপ্রধান ইয়ু পিং বলেছেন , পুরাকীর্তি সংরক্ষণ শুধু সরকারী বিভাগের কাজ নয় ,এতে নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । তিনি আরো বলেছেন , সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনীতির দ্রুত উন্নতি হয়েছে । ফলে সরকার পুরাকীর্তি সংরক্ষণে আরো বেশি অর্থবরাদ্দ করেছে । নাগরিকরা এখন এটা উপলব্ধি করতে পেরেছেন যে পুরাকীর্তি সংরক্ষণ আমাদের এক ঐতিহাসিক দায়িত্ব । এটা শুধু পুরাকীর্তি বিভাগের দায়িত্ব নয় । পেইচিংয়ের ইউয়েন মিন ইউয়েন এক রাজকীয় উদ্যান । উনিশ শতাব্দীর শেষ দিকে আর বিংশ শতাব্দীর প্রথম দিকে বিদেশী আক্রমনকারীরা দু-দুবার আগুন জ্বালিয়ে এই রাজকীয় উদ্যান পুড়িয়ে নষ্ট করেছিল । তাই নাগরিকরা এখন শুধু এই রাজকীয় উদ্যানের ধ্বংসাবশেষ দেখতে পারেন । ইউয়েন মিন ইউয়েন পেইচিংয়ের অন্যতম পুরানিদর্শন । দু বছর আগে উদ্যানটির মেরামতের সময় নাগরিকরা মেরামতের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন । বতর্মানে পেইচিংয়ের পুরাকীর্তি রক্ষা কাজের লক্ষ্য হলো ২০০৮ সালের ওলিম্পিক গেমস স্বাগত জানানোর জন্য ২০০৭ সালের শেষ নাগাদ পর্যন্ত সব পুরাকীর্তির মেরামত প্রকল্প সম্পন্ন করা।