একদিনব্যাপী এশিয় সহযোগিতা সংলাপ সম্মেলনের ষষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশন ৫ জুন সিউলে শেষ হয়েছে। অধিবেশনে "সিউল তথ্য প্রযুক্তি ঘোষণা" গৃহিত হয়েছে। ঘোষণায় তথ্য প্রযুক্তি সহযোগিতা জোরদার করে আঞ্চলিক ডিজিটাল ব্যবধান কমানোর আহ্বান জানানো হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, অংশগ্রহণকারীরা একমত হয়েছে যে কিছু সদস্য দেশ তথ্য প্রযুক্তির অবকাঠামো উন্নত করতে সাহায্য দেবে, যাতে তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অবদান রাখবে। অংশগ্রহণকারীরা সদস্য দেশের মধ্যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রের যৌথ গবেষণা সমর্থন করে এবং সরকার ও ব্যক্তিগত শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতা করতে উত্সাহ দেয়।
|