ব্রডব্যান্ড বিশ্ব ফোরাম এশিয়া ২০০৭ ৫ জুন পেইচিংএ শুরু হয়েছে। এটা হল চীনের মূল ভূভাগে এই ফোলামের প্রথম আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের সরকার, টেলিযোগাযোগ শিল্প-প্রতিষ্ঠান, বিজ্ঞান ও গবেষণা সংস্থার প্রতিনিধি সহ প্রায় ৪ হাজার লোক এই চার দিনব্যাপী ফোরামে অংশ নিয়েছেন। ফোরামে বিশ্বজুড়ে ব্রডব্যান্ড উত্পাদন শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। তা ছাড়া, মোবাইফোন টিভি প্রযুক্তি উন্নয়নের বতর্মান পরিস্থিতি নিয়ে গবেষণা করা হবে। চীনের তথ্য উত্পাদন শিল্পের উপ মন্ত্রী চিয়াং ইয়াও পিন ফোরামে বলেছেন, ব্রডব্যান্ড টেলিযোগাযোগ শিল্পের উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চীন অব্যাহতভাবে উপযোগী পদক্ষেপ নেবে। চীন বিশ্বের বিভিন্ন দেশের আর সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ব্রডব্যান্ড ক্ষেত্রে বহুমুখী সহযোগিতা চালাতে ইচ্ছুক। যাতে উভয়ের উপকারিতা অর্জন করে বিশ্বজুড়ে তথ্য টেলিযোগাযোগের উন্নয়ন মিলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
আর্ন্তজাতিক ইন্জিনিয়ারিং সোসাইটির উদ্যোগে ২০০১ সালে ব্রডব্যান্ড বিশ্ব ফোরাম অনুষ্ঠিত হয়। ২০০৪ সাল থেকে এই ফোরাম পর পর দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের হংকংয়ে আয়োজন করা হয়।
|