উত্তর কোরিয়ার রোডং সিনমুন পত্রিকায় ৫ জুন প্রকাশিত এক সম্পাদকীয়তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া ও ইরানের " ক্ষেপণাস্ত্রের হুকমি" সম্পর্কে যে মন্তব্য রেখেছে তা একেবারে ভিত্তিহীন। তার উদ্দেশ্য হল উত্তর-পূর্ব এশিয়া ও পূর্ব ইউরোপীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যব্স্থা প্রতিষ্ঠা করা।
সম্পাদকীয়তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কখনো অন্যান্য দেশের হুমকির শিকার হয়নি। উপরন্তু অন্যান্য দেশের হুমকির শিকার হওয়ার সম্ভাবনা নেই। নিরাপদ পরিস্থিতি স্থাপনের নামে যুক্তরাষ্ট্র অন্যা সামরিক প্রতিযোগীকে দূর্বল করতে চাচ্ছে।
সম্পাদকীয়তে অভিযোগ করা হয়েছে যে, উত্তর কোরিয়ার পাশাপাশি এলাকায় বিপুল পরিমাণের আধুনিক সামরিক শক্তি মোতায়েন করার ফলে কোরীয় উপ-দ্বীপের উত্তেজনাসংকূল পরিস্থিতি তীব্রতর হয়ে উঠেছে, উত্তর-পূর্ব এশিয়া অঞ্চলের সামরিক সারসাম্য নষ্ট করা হয়েছে এবং সশস্ত্র সংঘর্ষ বাড়ানোর সম্ভবনা বেড়েছে।সম্পাদকীয়তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিজে থেকে প্রথমে অন্যের ওপর আক্রমণের ষড়যন্ত্র ঠেকানোর জন্য উত্তর কোরিয়ার বাহিনী আর জনগণ বিভিন্ন ধরনের
প্রস্তুতি নিচ্ছে।
|