৫ জুন বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস । এ উপলক্ষে এ দিন পেইচিংয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিবেশ সুরক্ষা ব্যুরোর মহাপরিচালক চৌ সেন সিয়ান বলেছেন , চীন অব্যাহতভাবে পরিবেশ সংরক্ষণ বিষয়ক মৌলিক নীতিকে বাস্তবায়িত করবে এবং গ্রীন হাউসের বর্জ্য গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণের ওপর আরো গুরুত্ব দেবে ।
সম্মেলনে আবহাওয়া পরিবর্তনের ওপর বিশ্ব সম্প্রদায়ের বিশেষ মনোযোগ প্রতিফলিত হয়েছে । তিনি বলেছেন , আবহাওয়ার পরিবর্তন একটি বাস্তব হুমকী হয়ে দাঁড়িয়েছে । চীন গ্রীন হাউসের বর্জ্য গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণ বিষয়ক আইনবিধি প্রণয়নের কাজকে দ্রুততর করবে এবং তা পূর্ণাঙ্গ করে তুলবে । যাতে নিম্নমাত্রার কার্বন অর্থনীতির বিকাশকে কেন্দ্র করে ব্যাপক আন্তর্জাতিক সহযোগিতা চালানো এবং উন্নয়নের নতুন পথ উন্মুক্ত করা সম্ভব হয় ।
|