বিশ্ব খাদ্য সংস্থার নতুন নির্বাহী সচিব জোসেট্ শিরান ৪ জুন রোমে বলেছেন , বিশ্ব খাদ্য সংস্থা অব্যাহতভাবে জাতিসংঘের নির্ধারিত সহস্রাব্দির উন্নয়ন লক্ষ্যমাত্রা যথাশীঘ্রই বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাবে । এ লক্ষ্য অনুযায়ী , ২০১৫ সালের মধ্যে সারা বিশ্বের আনাহারক্লিষ্টদের সংখ্যা অর্ধেকে হ্রাস পাবে ।
তিনি বলেছেন , গত কয়েক বছরে বিশ্ব সম্প্রদায় অনাহারমুক্ত হওয়ার জন্য গরীবদের সাহায্য দেয়ার ব্যাপারে অনেক প্রচেষ্টা চালিয়েছে এবং কিছুটা অগ্রগতি অর্জন করেছে । তিনি মনে করেন যে , আবহাওয়ার পরিবর্তন ও খাদ্য মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশ্ব খাদ্য সংস্থাকে নিরন্তরভাবে তার ব্যবস্থা পুনর্গঠন করতে হবে । তিনি বলেছেন , বিশ্ব খাদ্য সংস্থা জাতিসংঘের সদস্য দেশ , জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগ এবং মানবিক ত্রাণ-সাহায্য ও সহযোগিতা অংশীদারের সঙ্গে জরুরী সাহায্য দান , দুর্যোগ প্রতিরোধ , দুর্যোগোত্তর পুনর্গঠন ও টেকসই বিকাশকে ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
|