চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়্যু ৫ জুন এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন , পেইচিং অলিম্পিক গেমসের স্টেডিয়াম ও ইন্ডোর-স্টেডিয়াম নির্মাণের জন্য যে সব অধিবাসী স্থানান্তরিত হয় , তাদের সবাইকে পুনর্বাসন করা হয়েছে । তাদের মধ্যে কাউকে পেইচিং য়ের বাইরে স্থানান্তর করা হয় নি ।
খবরে প্রকাশ , সম্প্রতি সুইজারল্যান্ডের জেনিভায় প্রকাশিত একটি মানবাধিকার সংস্থার একটি রিপোর্টে বলা হয়েছে , পেইচিং অলিম্পিক গেমসের স্টেডিয়াম ও ইন্ডোর-স্টেডিয়াম নির্মাণের জন্য কিছু অধিবাসীদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে । তিনি বলেছেন , এই সংস্থার রিপোর্টের সংশ্লিষ্ট তথ্য একেবারে ভিত্তিহীন । জানা গেছে , ২০০২ সাল থেকে এ পর্যন্ত পেইচিং অলিম্পিক গেমসের ৯টি স্টেডিয়াম ও ইন্ডোর-স্টেডিয়াম নির্মাণের জন্য ৬০৩৭টি পরিবার স্থানান্তরিত হয়েছে । সেজন্য তাদেরকে ভর্তুকী দেয়া ও পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হয়েছে ।
|