৫ জুন উত্তর চীনের বোহাই সাগরে ডুবে যাওয়া জাহাজ থেকে বেরিয়ে আসা তেল সংগ্রহের একটি বিরাট মহড়া অনুষ্ঠিত হয়েছে । ৫ শো লোক এই মহড়ায় অংশগ্রহণ করেছেন । মহড়ায় ২০টি নানা রকম জাহাজ ও দুটো হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে । চীনের ইতিহাসে এটা এমন একটি বৃহত্তম মহড়া , যে মহড়ায় নিমজ্জিত জাহাজ থেকে বেরিয়ে আসা তেল সরানো হল ।
দেড় ঘন্টা স্থায়ী এই মহড়ায় বিপদ দূর করা এবং সমুদ্র ও সমুদ্র তীরের তেল নিষ্কাশনের মাধ্যমে সামুদ্রিক অভিযানের বিবিধ প্রযুক্তি ও ব্যবস্থা তুলে ধরা হয়েছে । চীনের যোগাযোগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন , এই মহড়ার মাধ্যমে সমুদ্রে ডুবে যাওয়া জাহাজ থেকে বেরিয়ে আসা তেল ও দূষণ মুক্ত করার ব্যাপারে কর্মীদের সামর্থ্য উন্নত হয়েছে । এতে তাদের গণ স্বাস্থ্য সংকট মোকাবেলা করার ক্ষমতা জোরদার হয়েছে এবং তা সামুদ্রিক পরিবেশ সংরক্ষণের জন্য আরো অনুকূল হয়েছে ।
|