আফগানিস্তানের তথ্য মাধ্যমের ৫ জুন প্রকাশিত খবরে প্রকাশ, সম্প্রতি আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কার্জাই তালিবানদের উচ্চ পর্যায়ের নেতা মুল্লাহ দাদুল্লাহের মৃতদেহের বিনিময়ে অপহৃত ৫ আফগানকে জিম্মী অবস্থা থেকে মুক্ত করার আদেশ দিয়েছেন।
খবরে প্রকাশ, কার্জাই সংশ্লিষ্ট বিভাগকে দাদুল্লাহের মৃতদেহ তালিবানদের কাছে দিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন, যাতে দু'মাস আগে দক্ষিণ আফগানিস্তানে তালিবান দ্বারা অপহৃত একজন ডাক্টার, তিনজন নার্স ও একজন গাড়ি-চালক বিনিময় করা যায়।
তালিবান সশস্ত্রব্যক্তিরা ৩ জুন হুমকি দিয়ে বলেছে, আফগান সরকার তাদের কাছে দাদুল্লাহের মৃতদেহ হস্তান্তর না করলে, তারা উল্লিখিত ৫জনকে হত্যা করবে।
|