দুইদিনব্যাপী 'এপেক বাণিজ্য সহজায়ন ফোরাম-২০০৭' ৪ জুন হংকং-এ শুরু হয়। ফোরামের লক্ষ্য হচ্ছে সাধারণ ব্যক্তি ও ব্যবসায়ী মহলকে একটি সরাসরি সংলাপের প্লাটফর্ম সরবরাহ করা, যাতে ভবিষ্যতে তৈরী বাণিজ্য সহজায়ন ব্যবস্থায় ব্যবসায়ী পরিবেশ সৃষ্টি করা যায়।
হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের শিল্প ও বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি ব্যুরোর মহাপরিচালক ওয়াং ইয়োং পিং ভাষণ দেয়ার সময় বলেছেন, এপেকের সদস্যদেশগুলোর মধ্যে যে মালামাল বাণিজ্য হয় তা ১৯৯৪ সাল থেকে একশ গুনেরও বেশী বেড়েছে। অর্থাত্ ১.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশী। হংকং-এর বাণিজ্যের ৮০ শতাংশ এপেকের সদস্যদেশগুলোর সঙ্গে চলেছে।
এ দিন হংকং ও অন্যান্য এপেকের সদস্যদেশগুলো থেকে অর্থনীতি ক্ষেত্রের বিশেষজ্ঞরা মাঝারি ও ক্ষুদ্রাকারের শিল্পপ্রতিষ্ঠানের সাহায্য এবং সহজ ব্যবসায় করাসহ বিভিন্ন বিষয় নিয়ে ভাষণ দিয়েছেন।
|