v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-05 15:51:47    
চীনের অরকেস্ট্রাল

cri

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আ.বা.ম. ছালাউদ্দিন, সুদুর পেইচিং থেকে আপনাদের জানাচ্ছি একরাশ ফুলের শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কয়েকটি যন্ত্র সংগীত শোনাবো। এ গুলো হচ্ছে চীনের বিভিন্ন এলাকার নাটকের সঙ্গীত থেকে নেয়া হয়েছে। আশা করি আপনারা শ্রুতিমধুর সুরের চীনের অরকেস্ট্রাকে অনুভব করতে পারবেন।

    ২শ' বছরের ইতিহাসের পেইচিং অপেরা হচ্ছে চীনের সবচেয়ে বেশী প্রভাবাধীন এবং প্রতিনিধিস্থানীয় নাটক। প্রথমে, আন হুই, হু পেই প্রদেশের নাট্যদল পেইচিংয়ে এসে তাদের জনপ্রিয় নাটক পরিবেশন করেছে। এই দুটো নাট্যদল পারস্পরিক ক্ষেত্রে নিজেদের সংযুক্ত করেছে এবং পেইচিংয়ের লোক সঙ্গীত, খুনছু অপেরা ও শ্রুতিমধুর ছিনসহ বিভিন্ন নাটক থেকে অভিজ্ঞতা অর্জন করেছে। আস্তে আস্তে একটি নতুন ধরনের নাট্যগ্রুপ—পেইচিং অপেরা গঠিত হয়েছে। পেইচিং অপেরার বৈশিষ্ট্য হচ্ছে অপেরার কথাগুলো সঙ্গীতের মত, কণ্ঠের সুর ও লয় শ্রুতিমধুর, ছন্দ তরঙ্গায়িত। পেইচিং অপেরার মুখমণ্ডলের প্রসাধনী হচ্ছে মানুষের গুণ, ভালো অথবা খারাপ দেখানোর প্রতীক। আচ্ছা বন্ধুরা, এখন শুনুন পেইচিং অপেরা 'লিউ ছিং নিয়াং' থেকে নেয়া অরকেষ্ট্রা 'লিউ ছিং নিয়াং'।

(১)

    হুয়া তেং হচ্ছে দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুন নান প্রদেশের স্থানীয় নাট্য দলের নতুনত্বের ধরন। হুয়া তেং-এর ধরন প্রাণবন্ত, সহজ ও সুস্থ জীবনের আমেজ রয়েছে। তাহলে আমরা এক সঙ্গে ইয়ুন নানের হুয়া তেং থেকে নেয়া অরকেষ্ট্রা 'শি আপা' সঙ্গীতটিতে চা টেনে তোলা মেয়েদের আনন্দময় মনোভাবে বর্ণনার কথা বলা হয়েছে।

(২)

    হুয়াং মেই অপেরা হচ্ছে আন হুই প্রদেশের প্রতিনিধিত্বশীল একটি নাট্য দল। এর পাশাপাশি চীনের নাট্য শিল্পের প্রধান স্থানীয় নাট্য দলের অন্যতম।

(৩)

    শ্রোতাবন্ধুরা, এখন আপনারা যে অরকেষ্ট্রা শুনছেন, তা হুয়াং মেই অপেরা থেকে নেয়া 'থিয়েন সিয়েন পেই'। এটা ছিল একটি পৌরিণিক কাহিনীঃ জেড সম্রাটের সপ্তম মেয়ে স্বর্গ থেকে পৃথিবীর তোং ইয়াং-এর সঙ্গে প্রেম করেছেন। স্বর্গের নীতির পরোয়া না করে গোপনে তোং ইয়াংকে বিয়ে করেছেন। চুড়ান্তভাবে জেইড সম্রাটকে দু'জন ত্যাগ করে চলে গেছে।

    পূর্ব চীনের চিয়াং সু ও সাংহাই এলাকায় সি অপেরা নামে একটি স্থানীয় নাটক খুবই জনপ্রিয়। এই ধরনের অপেরায় প্রধাণত জীবনের ছোট ছোট গল্পের বর্ণনী করা হয়। তাহলে শুনুন সি অপেরা থেকে নেয়া অর্কেষ্ট্রা 'ছিউ সিয়াং চা দেয়'। এটা হচ্ছে একটি হাল্কা ও দ্রুত ব্যঙ্গকাব্য। এতে প্রধাণত চাকর ছিউ সিয়াং-এর নিজের সতীত্ব সংরক্ষণের জন্য তার মালিকের বিরুদ্ধে সংগ্রামের কথা বর্ণনা করা হয়েছে। সংশোধিত অরকেষ্ট্রাতে সি অপেরার প্রধান জিনিস হল বাদ্যযন্ত্র ধানা ও বাঁশিসহ বিভিন্ন ধরনের লোক সঙ্গীতের সুরের সমন্বয় করা। এ ছাড়াও আরো সুন্দরভাবে সি অপেরার বৈশিষ্ট্য প্রদর্শন করা হয়েছে। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি, এখন আমরা এক সঙ্গে অরকেষ্ট্রার সুরে সুরে 'ছিউ সিয়াং চা দেয়' শুনবো।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের চীনের বিভিন্ন এলাকার নাট্যসঙ্গীত থেকে সংশোধিত সঙ্গীত শোলেন। অবশ্যই আপনাদের সময় ভালো কেটেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থেকে গানগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমার সহকর্মী খোং চিয়া চিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ।