v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-05 15:10:11    
কাজাখ্ জাতির মুষ্টিযোদ্ধা হানিত্

cri

    দোহায় অনুষ্ঠিত পঞ্চদশ এশিয়ান গেমসে চীনের কাজাখ জাতির ২২ বছর বয়স্ক ক্রীড়াবিদ দর্শকদের মনোযোগ আকৃষ্ট করেছে । যদিও তিনি শুধু পুরুষদের ৬৯ শ্রেণীর মুষ্টিযুদ্ধ বিভাগে ব্রোঞ্জপদক জয় করেছেন , কিন্তু মুষ্টিযোদ্ধা হিসেবে তিনি দর্শকদের প্রশংসা পেয়েছেন । হানিত উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উত্তরাংশের হাপাহো জেলায় বসবাস করেন । দশ বারো বছর আগে তিনি তার বড় ভাইয়ের সঙ্গে মুষ্টিযুদ্ধ চর্চা শুরু করেন । তখন তার বড় ভাই আরলেন ছিলেন স্থানীয় একজন প্রসিদ্ধ মুষ্টিযোদ্ধা । বড় ভাইয়ের প্রভাবে তার মুষ্টিযুদ্ধের নৈপুণ্য ধীরে ধীরে উন্নত হতে থাকে । বড় ভাইয়ের সঙ্গে মুষ্টিযুদ্ধ চর্চার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি আনন্দের সঙ্গে বলেছেন , ছোট বেলায় তিনি বড় ভাইয়ের সঙ্গে দৌড় ও মুষ্টিযুদ্ধসহ শরীর চর্চা শুরু করেন । শীতকালে খুব শীত থাকে । প্রথমে তিনি শীতে ভয় পেতেন এবং অধ্যবসায়ের সঙ্গে চর্চা করতে চাইতেন না । কিন্তু বড় ভাইয়ের প্রভাবে তিনি আস্তে আস্তে অভ্যস্ত হন । ফলে তিনি মুষ্টিযুদ্ধ পছন্দ করেছেন । যখন হানিতের বয়স ১১ বছর , তখন তিনি সিনচিয়াংয়ের ক্রীড়া অনুশীলন বিদ্যালয়ে ভর্তি হন । তিনি মুষ্টিযুদ্ধ চর্চা শুরু করলেন । সিনচিয়াঙযের মুষ্টিযুদ্ধ দলের কোচ ইব্রাহিমের চোখে অল্পবয়সী হানিত একজন প্রতিভাবান মুষ্টিযোদ্ধা বলে মনে করা হতো । আব্রিম বলেন , মুষ্টিযুদ্ধ চর্চার ব্যাপারে হানিতের প্রতিভা আছে , সে খুব পরিশ্রমী এবং অধ্যবসায়ের সঙ্গে এই ক্রিয়া বিভাগের প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে । মুষ্টিযুদ্ধ চর্চার ব্যাপারে যে কী কী করতে হয় , সে ব্যাপারে তিনি তার কাছ থেকে বিস্তারিতভাবে শিখেছেন । সে একাগ্রচিত্তে অনুশীলন করেছে এবং প্রতিযোগিতার নৈপুণ্য ভালভাবে নিয়ন্ত্রণ করেছে ।

     মুষ্টিযুদ্ধের ব্যাপারে আরো বেশি উন্নতি লাভের জন্য সে পেশাগত মুষ্টিযুদ্ধ দলে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে । সে এই ইভেন্টে জয় লাভ করতে দৃঢ়প্রতিজ্ঞ । তার পর থেকেই কোচ এই প্রতিভাদীপ্ত তরুণের উন্নতির ওপর খুব মনোযোগ দিতেন । হানিত মন দিয়ে কোচের কাছ থেকে শিখে নিতো এবং চর্চা করতো । মুষ্টিযুদ্ধের প্রতিটি নৈপুণ্য তার মনে পড়ে । মুষ্টিযুদ্ধের পাশাপাশি হেঁটে চলার পদ্ধতিও একটি গুরুত্বপূর্ণ নৈপুণ্য । সে একাগ্রচিত্তে এই ধরনের নৈপুণ্য অনুশীলন করতো এবং তা আয়ত্তে এনেছে । অনুশীলনের সুফল লাভের জন্য সে নিরলস প্রচেষ্টা চালিয়েছে । অনুশীলন শেষে তার শরীর ঘামে ভিজে যেতো । হানিতের একজন বন্ধু আবুদু রাহিম বলে , ১৯৯৬ সালে সে হানিতের এক সাথে মুষ্টিযুদ্ধ চর্চা শুরু করলো । অনুশীলনের সময় হানিত খুব পরিশ্রমী ও অধ্যবসায়ী । এ পর্যন্ত তার এই ধরনের ধৈর্য ও অধ্যবসায় অব্যাহত রয়েছে । মুষ্টিযুদ্ধের ব্যাপারে তার প্রবল ইচ্ছা ও দায়িত্ববোধ আছে ।

     ২০০০ সালে হানিত নিখিল চীন কিশোর মুষ্টিযুদ্ধ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশ নিয়েছে । সে এই প্রথম বারের মতো দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিলো । সে প্রতিযোগিতায় জিতেছে । বিজয় অর্জনে হানিতের খেলার উত্সাহকে আরো উদ্বুদ্ধ করা হয়েছে । দু' বছর পর একটি আন্তর্জাতিক মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আব্রিম হানিতকে জার্মানীতে নিয়ে গেলেন । এই প্রতিযোগিতায় হানিত বিশ্বের বিভিন্ন কৃতী মুষ্টিযোদ্ধাদের কাছ থেকে খেলার কৌশল ও মনোবল শিখে নিয়েছে । বিশ্বের বহু শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন । তাদের মধ্য কিউবা ও রাশিয়াসহ বহু দেশের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ অলিম্পিক গেমস ও বিশ্বকাপ মুষ্টি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন । এই সব শ্রেষ্ঠ ক্রীড়াবিদের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য হানিত খুব উপকৃত হয়েছে । ২০০৪ সালের মার্চ মাসে হানিত এথেন্স অলিম্পিক গেমসের মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার এশিয়া অঞ্চলের বাছাই পর্যায়ের খেলায় অংশ নিয়ে সে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ।

    কিন্তু অলিম্পক গেমসের আনুষ্ঠানিক প্রতিযোগিতায় সে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরেছে । সে পরাজয়ের দিক থেকে শিক্ষা ও অভিজ্ঞতার কথা অনেক বিবেচনা করেছে । তার পর অনুশীলন ও প্রতিযোগিতায় আরো অধ্যবসায়ের সঙ্গে ঝাঁপিয়ে পড়ার জন্য সে নিজেকে উত্সাহ দিয়েছে । কিছু দিন পর চীনের সিনচিয়াং আন্তর্জাতিক উন্মুক্ত মুষ্টি প্রতিযোগিতা শুরু হয় । এশিয়ার দশ বারোটি দেশের প্রসিদ্ধ মুষ্টিযোদ্ধা এই প্রতিযোগিতায় অংশ নিলেন । হানিত প্রবল সংগ্রামী মনোবল ও কৌশলের ওপর নির্ভর করে চ্যাম্পয়নশীপ অর্জন করেছে । একই বছরের নভেম্বর মাসে তিনি নিখিল চীন মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার ৬৯ কিলোগ্রাম শ্রেণীর বিভাগে স্বর্ণপদক পেয়েছে । ২০০৫ সালে সে চীনের দশম জাতীয় গেমসের মুষ্টি যুদ্ধপ্রতিযোগিতায় প্রথম হয়েছেন । এর পাশাপাশি হানিত নানা রকম আন্তর্জাতিক মুষ্টি যুদ্ধ প্রতিযোগিতায়ও অংশ নিয়েছে । সে কিউবা , ইটালী ও রাশিয়াসহ বিভিন্ন দেশের শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের সঙ্গে প্রতিযোগিতা করেছে । তার খেলার নৈপুণ্য ও অধ্যবসায়ের জন্য প্রতিদ্বন্দ্বী ও দর্শকদের মনো গভীর ছাপ ফেলেছে । সে আরো বেশি প্রতিযোগিতার মাধ্যমে দূর্লভ অভিজ্ঞতা ও কৌশল অর্জন করতে দৃঢ়প্রতিজ্ঞ ।

    গত বছরের শেষ নাগাদ হানিত চীনের মুষ্টিযুদ্ধ দলের পক্ষ হয়ে দোহা এশিয়ান গেমসে অংশ নিয়েছে । সে ৬৯ কিলোগ্রাম শ্রেণীর মুষ্টিযুদ্ধ ক্রিয়া বিভাগে ব্রোঞ্জপদক পেয়েছে । এতে সে দুঃখ প্রকাশ করেছে । কিন্তু সে মনে করে যে , সে এই শ্রেণীর বিশ্বের প্রথম তিনজন ক্রীড়াবিদের সঙ্গে প্রতিযোগিতা করেছে । সে পরবর্তী প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে প্রত্যয়ী । এখন সে ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসের ওপর নজর রাখছে । সে এই গেমসে চ্যাম্পিয়নশীপ অর্জন করতে দৃঢ়সংকল্প । সে বলেছে , তার প্রচেষ্টার লক্ষ্য খুব স্পষ্ট । অর্থাত্ অধ্যবসায়ের সঙ্গে অনুশীলনের মাধ্যমে অলিম্পিকের চ্যাম্পিয়ন হতে হবে । এখন সিনচিয়াংয়ের ক্রীড়া অনুশীলন ব্যুরোর ব্যাপক সহায়তায় হানিত নিত্যকার চর্চায় ঝাঁপিয়ে পড়েছে । অনুশীলনের ফাঁকে ফাঁকে সে বাড়িতে ফিরে পরিবার পরিজনের সঙ্গে সুখী জীবনযাপন করে । বুড়ো বাবা মা এবং ভাই বোন ও বন্ধু বান্ধবরা তাকে খুব পছন্দ করেন ।