v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-04 22:07:04    
২৮ মে--৩ জুন

cri
১) প্রয়োজনীয় প্রস্ত্ততি না থাকায় নেপালের বিশেষ পার্লামেন্ট নির্বাচনের তারিখ পিছিয়ে গেছে। ২০ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামী নভেম্বরের কোনো এক সময় এ নির্বাচন হবে। আট দলের নেতাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৩১ মে নেতারা এ কথা জানান। এই পার্লামেন্ট নেপালের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করবে।

    নেপালের শান্তি ও পুনর্গঠন মন্ত্রী রামচন্দ্র পাওদেল বলেন, 'সংবিধানবিষয়ক এ নির্বাচন নভেম্বরের শেষ নাগাদ করার ব্যাপারে আমরা একমত হয়েছি। এর তারিখ নির্ধারণে আট দলের নেতারা সরকারকে দায়িত্ব দিয়েছেন।' তিনি জানান, ২০ জুন এ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ থাকলেও এর প্রলস্ত্ততির জন্য আরও সময় প্রয়োজন।

    নেপালের শীর্ষস্থানীয় নির্বাচন কর্মকর্তা এ ব্যাপারে বারবার তাগিদ দেওয়ায় ভোটের তারিখ পিছিয়ে দেওয়া হয়। পাওদেল বলেন, 'জুনের মাঝামাঝি নাগাদ অন্তর্বর্তী সংবিধান সংশোধন ও প্রয়োজনীয় নির্বানী আইন প্রণয়নের ব্যাপারেও আমরা একমত হয়েছি।'

    ইউনাইটেড লেফট ফ্রন্ট পার্টির নেতা সি পি মৈনালি বলেন, পধানমন্ত্রী ২৬ নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণের প্রস্তাব করেছেন। তবে আট দলের নেতারা এ প্রস্তাব অনুমোদন করেননি।

    এদিকে রাজতন্ত্রের ঘোরবিরোধী মাওবাদীরা সরকারের কাছে ভোটের আগেই নেপালকে প্রজতন্ত্র ঘোষণার দাবি জানিয়েছে। মাওবাদী নেতা দীননাথ শর্মা বলেন, 'পার্লামেন্টের মাধ্যমে নেপালকে প্রজাতন্ত্র ঘোষণার আগে আমরা নির্বাচনে যেতে পারব বলে মনে হচ্ছে না। আমাদের এ মনোভাবের কথা আট দলের নেতাদের জানানো হয়েছে।'

২) শ্রী লংকান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে শিগগিরই শান্তি আলোচনার জন্য তামিল টাইগার গেরিলাদের প্রতি আহবান জানিয়েছেন। এদিকে সেনাবাহিনী গেরিলাদের ঘাটি লক্ষ্য করে ২ জুন তীব্র প্লের হামলা শুরু করেছে। গেরিলাদের লক্ষ্য করে বিভিন্ন স্থানে স্থল ও জলপথেও হামলা অব্যাহত রাখা হয়েছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। কয়েকটি পৃথক সংঘর্ষ ও বোমা বিস্ফোরণে নয়জন নিহত হয়েছে।

    প্রেসিডেন্ট রাজাপাকশে ২ জুন তামিল গেরিলাদের খোলাখুলিভাবে শান্তি আলোচনার আহবান জানিয়েছেন। রাজা পাকশে বলেন, সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে কয়েক হাজার বার যুদ্ধবিরতি ভেঙে গেছে। তারপরও আমরা যুদ্ধবিরতির আশা বাদ দিইনি।

    প্রেসিডেন্ট রাজাপাকশের মুখপাত্র চন্দ্রপালা লিয়ানেগ জানান, প্রেসিডেন্ট বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি যে কোনো সময় আলোচনার জন্য প্রস্ত্তত, এমনকি এখনই। রাজাপাকশের উদ্ধৃতি দিয়ে মুখপাত্র চন্দ্রপালা আরো বলেন, তিনি প্রকৃতপক্ষেই একজন গণতন্ত্রপন্থী এবং তিনি শান্তিপূর্ণ আলোচনায় বিশ্বাস করেন। সম্প্রতি নরওয়োর মধ্যস্থতায় শ্রী লংকা সরকার ও কামিল গেরিলাদের মধ্যে আলোচনা ব্যর্থ হলে সংঘর্ষ আরো তীব্র আকরে ছড়িয়ে পড়ে।

    গত সপ্তাহে তামিল টাইগাররা বলেছে, নরওয়ের মধ্যস্থতায় তারা বিশ্বাসী নয়। শ্রী লংকার সেনাবাহানী তাদের ওপর হামলা বন্ধ বরলেই টাইহাররা আলোচনার টেবিলে বসবে।

    এদিকে শ্রী লংকান বাহিনী তামিল গেরিলাদের ওপর জল, স্থল ও প্লেন হামলা চালিয়ে যাচ্ছে। শ্রী লংকার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলীয় বাত্তিকালোয়া জোলার একটি জঙ্গলে ২ জুন তামিল গেরিলাদের একটি ঘাটিতে প্লেন হামলা চালিয়েছে সেনাবাহিনী। প্লেন থেকে সেখানে টোপিগালার জঙ্গলে বোমা হামলা চালানো হচ্ছে। তবে হামলার বিস্তারিত বিছু জানা যায়নি।

    এদিকে শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে তামিল টাইগার গেরিলারা ২ জুন রাতে সামরিক বাহিনীর দূরপাল্লার অস্ত্র মোতায়েনস্থলে হামলা করেছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ সেনা আহত হয়েছেন। তবে গিরিলাদের দাবি, তারা কমপক্ষে আট সেনাকে হভ্যা করেছে।

    ৩ জুন কর্মকর্তারা জানান, লিবারেশন টাইগার অব তামিল ইলম (এলটিটিই) গেরিলারা ২ জুন রাতে পামপাইমাধু সামরিক অবস্থানে গোলা ছোড়ে। এখানে সামরিক বাহিনীর দূরপাল্লার অস্ত্র মোকায়েন রয়েছে। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা জানান, তাঁরা ভাবুনিয়া জেলার পামপাইমাধুতে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। পামপাইমাধু গেরিলা-নিয়ন্ত্রিত ওয়ান্নি এলাকাসংলগ্ন।

    সামরিব বাহিনী তাত্ক্ষণিকভাবে সংঘর্ষের ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে গেরিলা-সমর্থিত পুথিনাম ডট বম ওয়েবসাইটে বলা হয়, টাইগারদের হামলায় আট সেনা নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহত সেনাদের মধ্যে দুজনকে ভাবুনিয়া ও অন্যদের অনুরাধাপুরের হাসপাতালে নেওয়া হয়েছে।

    দেশের পূর্বাঞ্চলের বাত্তিকালোয়ার থোপিগালা জঙ্গলে সন্দেহভাজন তামিল টাইগার অবস্থানে ২ জুন সকালে বিমানবাহিনীর বোমা ফেলার পর বিদ্রোহীরা রাতে এ হামলা করে। কর্মকর্তারা জানান, এর আগে ২ জুন ওয়ান্নি এলাকায় পৃথক ঘটনায় নিরাপত্তা বাহিনীর হামলায় তিন গেরিলা প্রাণ হারান।

    রেডক্রসের দুই কর্মীর লাশ উদ্ধার

    শ্রীলঙ্কায় বন্দুকধারীরা পুলিশের বেশে রেডক্রসের দুই কর্মীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে। তাঁরা হলেন এস শানমুঙ্গালিগাম ও কে চন্দ্রমোহন। ২ জুন রত্নপুরা শহর থেকে তাঁদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। কলম্বোর প্রধান রেলস্টেশন থেকে অপহরণের কয়েক ঘণ্টা পর তাঁদের লাশ পাওয়া যায়।

রেডক্রসের মহাপরিচালক নেভিল নানায়াক্কারা জানান, বাত্তিকালোয়ায় কর্মরত ছয়জন সাহায্যকর্মী দলে এ দুজনও ছিলেন।

৩) বলিউড তারকা অমিতাভ বচ্চন(৬৪) কৃষক সেজে মহারাষ্ট্রে ২০ একরের একটি খামার কিনোছিলেন। কিন্তু এখন তা আর তাঁর পক্ষে রাখা সম্ভব হচ্ছে না। ১ মে আদালতের এক রায়ে বলা হয়, অমিতাভ বচ্চন কৃষক নন।

    অমিতাভের কৃষক পরিচয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেন ক্ষমতাসীন কংগ্রেস দলের সদস্য আমির হায়দার। তাঁর অভিযোগ,অমিতাভ তাঁর রাজনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়ে কৃষক সেজে ওই জমি কিনেছেন। নিয়ম হচ্ছে,কৃষক ছাড়া অন্য কেউ সেই রাজ্যের কোনো খামার বা কৃষিজমি কিনতে পারে না। অমিতাভের স্ত্রী পার্লামেন্টের উচ্ছকক্ষ রাজ্যসভার সদস্য হওয়ায় তাঁর প্রভাবকে তিনি কাজে লাগিয়েছেন।

    অদালত সাক্ষ্য ও নথিপত্র বিশ্লেষণ করে দেখেছেন,অমিতাভ বচ্চন একজন কৃষক বলে ১৯৮৩ সাল থেকে আদালতে যে সনদ দেওয়া হয়েছে তা আসলে ভুয়া।

৪) ১৯৭১ সাল। বাংলাদেশে মুক্রিযুদ্ধ চলছে। বয়স তখন তাঁর মাত্র ২৩। সদ্য বিয়ে হয়েছে। স্বমী ভারতীয় বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট। নাম বিজয় তাম্বে। বছরের শেষদিকে যুদ্ধ শুরু হয়ে যায় ভারতের সঙ্গে পাকিস্তানের। ডাক পড়ে বিজয় তাম্বের। ঘরে তখন সদ্য বিবাহিত স্ত্রী দময়ন্তী। তাম্বে স্ত্রীকে সান্ত্বনা দিয়ে ছুটে যান যুদ্ধের ময়দানে। তিনি গোপনে একটি চিরকুটও লিখে যান স্ত্রীর জন্য। কদিন পর স্ত্রী ড্রেসিং টেবিলে খুঁজে পান চিঠিটি। তাতে লেখা ছিল,অমার যদি কিছু হয়, তাহলে তুমি গিয়ে তোমার মা-বাবার কাছে থেকো।

    সত্যিই কিন্তু দুর্ঘটনা ঘটোছিল তাম্বের ভাগ্যে। তিনি বিমান নিয়ে হামলা চালিয়েছিলেন পাক ভূখন্ডে। কিন্তু ভাগ্য সতিসন্ন না হওয়ায় সেদিন তিনি ধরা পড়ে যান। তারপর থেকে তিনি বন্দী পাকিস্তানের কারাগারে।

    এদিকে নিখোঁজ স্বামীর দেশে ফিরে আসার প্রহর গুনতে থাকেন দময়ন্তী।

    এভাবে কেটে যায় দময়ন্তীর জীবন থেকে ৩৫টি বছর। তবুও তাকিয়ে থাকেন স্বকমীর ফিরে আসার দিনের দিকে।

    পাকিস্তান সরকার সে দেশে বন্দী ভারতীয় সেনাদের মুক্তি দেওয়ার কথা ঘোষণা দিলে আশার আলো ছড়িয়ে পড়ে দময়রন্তীর মনজুড়ে। এবার স্বমীকে ফিরিয়ে আনতে পাকিস্তান যাচ্ছেন তিনি। যাচ্ছে বন্দী সেনাদের আরও বহু পরিবার। কারণ, তাম্বের মতো আরও ভারতীয় বন্দী রয়েছেন পাকিস্তানের ১০টি কারাগারে। এমনি আরেক বন্দী সেনার সন্ধান মিলেছে। তাঁর নাম আনন্দ পত্রী । তিনি ১৯৬৫ সালের যুদ্ধে নিখোঁজ হন। তাঁর বাড়ি উড়িষ্যার ভদ্রক জেলার কল্যাণী গ্রামে। তিনি রয়েছেন পাকিস্তানের লাহোর কারাগারে। এদিকে দময়ন্তী বলেছেন, ৩৫ বছর পরও তিনি চিনবেন তাঁর নিখোঁজ হওয়া স্বমিকে। বললেন,সেদিন তো আমি ভাবতেই পারিনি আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে প্রণে বেঁচে ফীরবেন কি না। তবুও সোদিন ট্রতিমুহূর্তে প্রহর গুনোছি,হয়তো একদিন আমার স্বামী প্রণ নিয়ে ফিরে আসবেন। তারপর একদিন পাকিস্তান রেডিওতে শুনি আমার স্বামীর বেঁচে থাকার কথা। একদিন পেয়েও যাই পাকিস্তানের একটি কাগজ। তাতে মুদ্রিত বন্দীর তালিকা দেখে নিশ্চত হয়ে যাই আমার স্বামী বেঁচে আছেন। তারপর থেকে শুরু করি স্বামীর ফিরে আসার প্রহর গোনা।

৫) এন-হানজ! নামটি নতুন হলেও খুব শিগগিরই জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করছেন মালয়েশিয়ার গবেষকেরা;বিশেষ করে যৌনচজিবনে অক্ষম পুরুষদের কাছে। গবেষকদের দাবি, আখরোটের নির্যাস থেকে তৈরি এ বড়ি উদ্দেশ্য হাসিলে শুধু দারুণ কার্যকরই নয়,প্রতিদ্বন্দ্বী ম্যাজিক-বুলেট ভায়াগ্রার চেয়ে স্বাস্থ্যকর। কারণ,এতে বাদামের ঔষধি গুণ ছাড়া পার্শ্বপ্রতিক্রিয়া ঘটানোর মতো কোনো উপাদান নেই। ৩ মে স্থানীয় দ্য ডেইলি স্টার পত্রিকায় এ বিষয়ে একটি প্রতিবিদন প্রকাশিত হয়।