|
|
(GMT+08:00)
2007-06-04 19:51:48
|
জি ৮ শীর্ষ সম্মেলন চলাকালে হু চিন থাও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে চীনের মনোভাব ও প্রস্তাব ব্যাখ্যা করবেন
cri
৪ জুন পেইচিংএ আয়োজিত এক প্রেস ব্রিফিংএ চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী ছেই থিয়েন কাই বলেছেন, জি ৮ শীর্ষ সম্মেলনে উন্নয়নশীল দেশসমূহের নেতৃবৃন্দের সঙ্গে সংলাপ করার সময় চীনের প্রেসিডেন্ট হু চিন থাও জলবায়ুর পরিবর্তন সম্পর্কে চীনের মনোভাব ও প্রস্তাব ব্যাখ্যা করবেন। তিনি বলেছেন, চীন সরকার জলবায়ুর পরিবর্তনের দিকে বিশেষভাবে গুরুত্ব দেয়। চীন সরকার চীনের জনগণ তথা গোটা মানব জাতির স্বার্থ বিবেচনা করে এই সমস্যার সমাধান করবে। তিনি আরও বলেছেন, চীন অব্যাহতভাবে টেকসই উন্নয়নের পথ অনুসরণ করবে। চীন সক্রিয়ভাবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা চালিয়ে টেকসই উন্নয়নের কাঠামোতে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন চুক্তি' এবং ' কিয়োটো প্রোটোকোলের' পদ্ধতিতে সহযোগিতা চালানোর পক্ষপাতী। তিনি জোর দিয়ে বলেছেন, ব্যাপক উন্নয়নশীল দেশসমূহের আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া, উন্নয়নশীল দেশসমূহের যোগ্য নির্মান কাজ ছাড়া, বিশ্বজুড়ে জলবায়ু পরির্বতনের মোকাবেলা করা অসম্ভব।
|
|
|