চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহা পরিচালক মা খেই ৪ জুন পেইচিংএ বলেছেন, চীনে কাবন ডাই-অক্মাইডের নিষ্কাশনের পরিমান ও মাথাপিছু নিষ্কাশনের পরিমাণ উভয়ই উন্নত দেশসমূহের চাইতে কম। বিশ্ব উষ্ণায়নের মোকাবেলায় চীন যখাসাধ্য অবদান রাখতে চায়। সুতরাং চীনকে বিশ্বের পরিবেশের হুমকি বলে গণ্য করা ন্যায়সঙ্গত নয়। তিনি বলেছেন, চীনে কাবন ডাই-অক্সাইডেরনিষ্কাশনেরপরিমাণ বেশী নয়। ১৯৫০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত চীনে রাসায়নিক জ্বালানী থেকে নিষ্কাশিত কাবন ডাই-অক্সাইডেরপরিমাণ বিশ্বের মোট নিষ্কাশন পরিমাণের ৯.৩৩ শতাংশ। তা ছাড়া, চীনে কাবন ডাই-অক্মাইডের মাথাপিছু পরিমাণ কম। পরিসংখ্যাণ অনুযায়ী, ২০০৪ সালে চীনে কাবন ডাই-অক্সাইডেরমাথাপিছু পরিমাণ ৩.৬৫ টনে দাঁড়িয়ে বিশ্বের গড় মানের ৮৭ শতাংশ ছিল।
গত বছর চীন জ্বালানী বাঁচানো ও বিষাক্ত গ্যাস কমানোর লক্ষ্যমাত্রা প্রণয়ন করেছে। পরিকল্পনা অনুযায়ী, ২০১০ সাল নাগাদ জি ডি পির জ্বালানীর ব্যয় ২০ শতাংশের কাছাকাছি কমে যাবে। প্রধান দূষণের নিষ্কাশনের পরিমান ১০ শতাংশ কমানো হবে।
|