v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-04 19:08:06    
অলিম্পিক গেমস আয়োজিত পেইচিং বিশ্বের বিখ্যাত্ আলোক চিত্র শিল্পীদের মধ্যে উদ্বেগ গভীর আগ্রহের সৃষ্টি হয়েছৈ

cri
    বন্ধুরা, সারা বিশ্বের এখন বিখ্যাত্ খেলোয়াড়গণ পেইচিং অলিম্পিক গেমস ২০০৮'র জন্য অনুশীলন করছেন। এর ফলে পুঁজিবিনিয়োকারীরা পেইচিং অলিম্পিক গেমসের ওপর সজাগ দৃষ্টি রাখছেন। পাশাপাশি শিল্পীদের ভেতরও আগ্রহের সৃষ্টি হয়েছে। বর্তমানে দশজন বিশ্ববিখ্যাত্ আলোক চিত্র শিল্পী পেইচিংয়ে এসে তাঁদের ক্যামেরায় পেইচিংয়ে চিত্তাকর্ষক দর্শনীয় স্থানসহ অলিম্পিক ব্যবস্থা চিত্রায়িত করবেন। এখন আমি আপনাদেরকে এ সম্বন্ধে কিছু বলবো।

    অলিম্পিক গেমস ২০০৮ পেইচিং একটি বিরাটাকারের গেমস এবং বিশ্বে চীনের বৈশিষ্ট্য প্রদর্শনের একটি সুষ্ঠু প্ল্যাটফর্ম। একটি ঐতিহাসিক শহর হিসেবে পেইচিং এখন একটি ঐতিহ্যবাহী ও আধুনিক সংস্কৃতি সমৃদ্ধ শহরে পরিণত হচ্ছে। এখানে প্রচুর আধুনিক স্থাপত্য রয়েছে। রয়েছে সিতান, ওয়াংফুচিং ও কুওমাওএর মত অনেক বাণিজ্যিক কেন্দ্র এবং ঐতিহ্যিক সংস্কৃতি সমৃদ্ধ অঞ্চল হোউহাই, কুলৌ ও তাশালাও রয়েছে। আরো বেশি বিদেশী বন্ধু পেইচিং ও চীনকে উপলদ্ধির জন্য সম্প্রতি পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি 'অলিম্পিক শহর' নামক একটি আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির আমন্ত্রণে দশজন বিশ্ববিখ্যাত্ আলোক চিত্র শিল্পী পেইচিংয়ে এসে এবারের প্রতিযোগিতায় অংশ নেন। তাঁরা ক্যামেরা দিয়ে তাঁদের নিজের চোখে দেখা পেইচিংয়ের সাংস্কৃতিক অবস্থাকে, উন্নয়নকে ক্রেমেবন্ধী করেছেন এবং প্রদর্শন করেছেন। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির তথ্য প্রচার বিভাগের উপপরিচালক ওয়াং হুই বলেছেন, গত কয়েক বছরে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি বিদেশে কয়েক বার পেইচিং অলিম্পিক গেমস সংক্রান্ত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। পেইচিংয়ের বৈশিষ্ট্য বরাবরি বিদেশী বন্ধুদের মানে আগ্রহের উদ্বেগ সৃষ্টি করে। তিনি বলেছেন, 'গত কয়েক বছর ধরে আমরা প্রায় প্রতি বছরই গুরুত্বপূর্ণ বিদেশী শহরগুলোয় পেইচিং ও পেইচিং অলিম্পিক গেমস সংক্রান্ত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করছি। ২০০৫ সালের অক্টোবর মাসে আমরা মার্কিন কেনেডি সংস্কৃতি কেন্দ্রে নতুন পেইচিং, নতুন অলিম্পিক গেমস নামক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করি। আমার মনে আছে একজন মহিলা তিনবার আমাদের প্রদর্শনীতে এসেছেন। তিনি একটি ছবির কাছে অনেক সময় দাঁড়িয়ে থাকেন। সহজে যেতে চান না। আমি তাঁর কাছে গেলে তিনি আন্তরিকভাবে আমাকে জিজ্ঞাসা করেন যে, আপনাদের প্রদর্শনী শেষ হলে এ ছবিটি কি আমাকে দিতে পারবেন? আমি কিনবো। আমি বলি, কেন আপনি এ ছবি এত পছন্দ করেন? তিনি বলেন, আমি এ ছবিতে চীনের ইতিহাস দেখতে পারি। আমাদের নিয়ম অনুযায়ী আমরা কোনো ছবি বিক্রি করতে পারি না। কিন্তু আমি এ মহিলাকে এ ছবির একটি কপি তাঁকে দেয়ার প্রতিশ্রুতি দেই। প্রায় প্রতিবারই আমাদের প্রদর্শনীতে এ ধরণের ঘটনা ঘটে। প্রতিবারই প্রদর্শনী সম্পর্কে আমাদের প্রদর্শকদের বইতে অনেক প্রদর্শকের মুগ্ধ কথা লিটিবদ্ধ হয়। আমি মনে করি, এটি হল পেইচিং অলিম্পিক গেমসের বিশ্ববিখ্যাত্ আলোক চিত্র শিল্পীদের আগ্রহ উদ্বেগ সৃষ্টির অন্যতম কারণ।'

    পাশাপাশি, ওয়াংহুই মনে করেন, পেইচিং একটি প্রাণশক্তি ভুরপুর শহর। পেইচিংয়ের নাগরিকরা খুবই অতিথেয়তা সম্পন্ন। হারি ম্যাত্তিমন এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দশজন বিশ্ববিখ্যাত্ আলোক চিত্র শিল্পীর মধ্যে একজন। মার্কিন নিউইয়র্কে জন্মগ্রহণ করা একজন আলোক চিত্র শিল্পী হিসেবে তাঁর চোখে পেইচিংয়ের বিশেষ গ্ল্যামার রয়েছে। তিনি পেইচিংয়ের জীবনযাত্রা ও সংস্কৃতি দেখে খুবই শিহরণ অনুভব করেন। তিনি বলেছেন, 'আমি মার্কিন নিউইয়র্কে জন্মগ্রহণ করেছি। তা পেইচিংয়ের চেয়ে ছোট। পেইচিংয়ের সমৃদ্ধি ও বৈশিষ্ট্যময় জীবনযাপন প্রণালী রয়েছে। এ বিশেষ গ্ল্যামার আমাকে উত্তেজিত করে। এ কয়েক দিনে আমি সাইকেলে বিভিন্ন জায়কায় বেড়াতে গিয়েছি। আমি অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা আমাকে তাঁদের বাড়িতে বেড়ানোর জন্য আমন্ত্রণ জানিয়েছে। তাঁরা ধৈর্যশীলভাবে আমার কাছে এ প্রাচীন শহরের ইতিহাস জানান। আমি খুবই ধন্যবাদ জানাই। আমি নিজ চোখে এ শহরের পরিবর্তন দেখেছি। এ শহর চিত্তাকর্ষক দর্শনীয় স্থানে ভরা।'

    হারি ম্যাত্তিসন মনে করেন, আলোক চিত্রশিল্প একটি শহরের অতীত ও বর্তমান এবং তার পরিবর্তনকে ধরতে পারে। এবারের প্রতিযোগিতায় তিনি নিজের ধারণ করা বিশেষ দৃশ্য দিয়ে পেইচিংয়ের প্রতিটি চিত্তাকর্ষক মুহুর্তকে সারা বিশ্বের বন্ধুদের সঙ্গে উপভোগ করবেন। তিনি বলেছেন, 'আলোক চিত্র শিল্পের উদ্ভব ফ্রান্সে। তখন প্যারিস একটি আধুনিক শহর। প্যারিসের সবমনোরম দৃশ্যাবলী ও গৌরবোজ্জ্বল ফ্রান্সের ইতিহাসকে আলোক চিত্র শিল্পী ফুগেন আর্জেট চিত্রায়িত করেন। এসব ছবি হল আলোক চিত্র শিল্পের ইতিহাসের অমর অবদান। আমার চোখে বিশ্ব একই রকম চিত্তাকর্ষক। আমি সারা বিশ্বের বন্ধুদের সঙ্গে পেইচিংয়ের সবগুলো চিত্তাকর্ষক বিষয় উপভোগ করতে চাই। পেইচিংয়ের ভবিষ্যতে প্রবেশের দরজা আমাদের জন্য খোলা রয়েছে।'

    বর্তমানে, দশজন শিল্পীর শিল্পকম পেইচিংয়ে প্রদর্শিত হয়েছে এবং পেইচিংয়ের নাগরিকগণ ও বিদেশী পর্যটকরা তা একাগ্রাচিত্রে পরিদর্শন করেছেন।