 তিন দিনব্যাপী আমেরিকান দেশগুলোর ৩৭ তম সম্মেলন ৩ জুন পানামার রাজধানী পানামা শহরে শুরু হয়েছে। এবারের সম্মেলনের প্রসঙ্গ হলো টেকসই জ্বালানীসম্পদ। সম্মেলনে যোগদানকারীরা সহযোগিতা জোরদার ও সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, কিছু কিছু আমেরিকান দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভালো অগ্রগতি অর্জন করেছে। কিন্তু কিছু কিছু অঞ্চলে গরীব লোকদের চাহিদা পূরণ হয়নি। সংঘবদ্ধ অপরাধ ও দুর্নীতির সমস্যা উদ্বেগজনক।

আমেরিকান দেশগুলোর সংস্থার মহাসচিব জোস মিগুল ইন্সুলসা তাঁর ভাষণে রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে আমেরিকান দেশগুলোর অগ্রগতির স্বীকৃতি দিয়েছেন। পাশা পাশি তিনি বলেছেন, এই অঞ্চলে দারিদ্র্য ও সংঘবদ্ধ অপরাধও রয়েছে। ইন্সুলসা আরো বলেছেন, জ্বালানীসম্পদ ও টেকসই উন্নয়ন ক্ষেত্রে আমেরিকান অঞ্চলের উন্নয়ন অসামঞ্জস্যপূর্ণ। যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল জীবানু জ্বালানী উত্পাদন ও ব্যবহারের অগ্রনী দেশে পরিণত হয়েছে। কিন্তু এখনো ৫ কোটি আমেরিকান বিদ্যুত্ ব্যবহার করতে পারে না।
|