চীনের ইয়ুন্নান প্রদেশের পুএই শহরে ভূমিকম্প হওয়ার পর, দুর্গত এলাকার ৬ লাখ ৫০ হাজার লোক নিরাপদ স্থান সরিয়ে নেয়া হয়েছে। বিভিন্ন মহলের দেয়া ত্রাণ সামগ্রী পর পর দুর্গত এলাকায় পাঠানো হয়েছে।
৩ জুন ভোরবেলায় ইয়ু্ন্নান প্রদেশের পুএই শহরে রিকটার স্কেলের ৬.৪ ডিগ্রি ভূমিকম্প ঘটে। এতে তিন শোরও বেশী লোক আহত ৩ জন নিহত হয়েছে। দুর্গতদের সংখ্যা ১ লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে।
ভূমকম্পের পর কেন্দ্রীয় সরকার ও ইয়ুন্নান প্রদেশের জনপ্রশাসন বিভাগ অবিলম্বেদুর্গত এলাকায় তাঁবু, লেপ, কাপড় সহ বিভিন্ন সামগ্রী পাঠিয়েছে। বর্তমানে ত্রাণ কাজের জন্য ৩০ লাখ রেন মিন পির সাহায্য প্রস্তুত রয়েছে। তা ছাড়া, ৩০ লাখের বেশী ইউয়ান রেন মিন পির সমান ত্রাণ সামগ্রী প্রস্তুত রয়েছে। বর্তমানে দুর্গত এলাকায় বিদ্যুত, টেলিযোগাযোগ , পরিবহণ ও অবকাঠামোর নির্মান কাজ পুরোদমে চলছে।
|