সিনহুয়া বার্তা সংস্থার সূত্র জানিয়েছে, চীনের ছিনহাই-তিব্বত রেল লাইনের লাগ অংশ সম্প্রতি দেশের পরিবেশ সংরক্ষণের পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। পরীক্ষা কমিশন মনে করে যে, পরিবেশ সংরক্ষণেরক্ষেত্রেছিনহাই-তিব্বত রেল পথের নির্মান কাজ সারা দেশের গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্মানে আর্দশ তাত্পর্যসম্পন্ন।
ছিনহাই-তিব্বত রেল পথের গোয়েমো থেকে লাসা পযর্ন্ত নির্মান কাজে কড়াকড়িভাবে পরিবেশ সংরক্ষণের সংশ্লিষ্ট নিয়মবিধি মেনে চলা হয়েছে। রেল পথ নির্মান চলাকালে বন্য প্রাণীগুলোরজন্য অন্যান্যস্থানে সরে যাওয়ার পথ তৈরী করা হয়েছে। চীনের রেল পথ নির্মানের ইতিহাসে এটা নজীরবিহীন। তা ছাড়া, রেল পথ বরাবর প্রদেশ ও অঞ্চলগুলোর সঙ্গে পরিবেশ সংরক্ষনের দায়িত্ব পত্র স্বাক্ষরিত হয়েছে। যার ফলে মালভূমিতে শীতল উদ্ভিদ, জলভূমির প্রাকৃতিক ব্যবস্থা, নদনদীর পানির গুণগতমান ও রেল পথের দু'পাশের প্রাকৃতিক দৃশ্য কার্যকরভাবে রক্ষা করা হয়।
ছিনহাই-তিব্বত রেল পথের গেলা অংশের মোট দৈর্ঘ্য ১১৪২ কিলোমিটার। ২০০১ সালের জুন মাসে এই প্রকল্প শুরু হয়।
|