v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-04 16:54:14    
ছিং হাই প্রদেশে বিশেষ রোগের ওপর বিশেষ প্রতিরোধ সংক্রান্ত ব্যবস্থা নেয়া হয়েছে

cri
     চীনের কিছু কিছু গ্রামাঞ্চলে কৃষকরা রোগে আক্রান্ত হলে আর্থিক কারণে ডাক্তার কাছে যায় না। ফলে কিছু কিছু গুরুতর রোগে আক্রান্ত হলেও স্থানীয় অধিবাসীদের স্বস্থ্য এবং জীবন নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার জন্য একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের ছিং হাই প্রদেশের স্থানীয় সরকার সম্প্রতি একটি নতুন ধরণের গুরুত্বপূর্ণ চিকিত্সা ব্যবস্থা চালু শুরু করেছে।

    ছিং হাই প্রদেশের হুয়া লুং হুই জাতির স্বায়ত্তশাসিত জেলার চিন ইউয়ান আ উ ফু জু গ্রামের কৃষক লি মাও ছাই তান দারিদ্র্যের জন্য ক্ষয়রোগে আক্রান্ত হলেও আর্থিক কারণে হাসপাতালে যাননি। সম্প্রতি , স্থানীয় হাসপাতাল তাঁকে বাধ্যতামূলকভাবে প্রতিকার করেছে। এখন লি মাও ছাই তান আরোগ্যলাভ করেন বলে তিনি আবার নিজের গ্রামীণ জমিতে কাজে লাগানো হয়।" গত কয়েক বছরে, এ ক্ষয়রোগের জন্য গ্রামীণ জমির কাজ কিছুই করতে পারি না। এমন কি, পথে বেশী হ্যাঁটে হ্যাঁটেও স্বাস্থ্যের জন্য কষ্ট লাগে। তবে স্থানীয় সরকার আমার চিকিত্সার খরচ সব বহন করেছে। এখন ,তা যেমন আমি আবার গ্রামের কাজ করতে পারি, তেমনি আমাদের গ্রামের অনকের মতো বাইরে মজুরি করতে পারি।"

    ক্ষয়রোগ হচ্ছে আমাদের স্বাস্থ্যের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সংক্রামক রোগের মধ্যে অন্যতম। সাম্প্রতিক ১০ বছরে, বিশ্বের ক্ষয়রোগে আক্রান্ত হওয়ার হার ধাপে ধাপে বৃদ্ধি গেছে। ২০০১ সালে চীনের ছিং হাই প্রদেশের স্থানীয় সরকার " ক্ষয়রোগ সংক্রান্ত প্রতিরোধের কর্মসূচী" প্রকাশিত হয়েছে এবং ২০০২ সাল থেকে সমগ্র প্রদেশে বাধ্যমূলকভাবে ক্ষয়রোগের মতো ধারাবাহিক সংক্রামক রোগ সংক্রান্ত প্রতিরোধের ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে লি মাও ছাই তানের মতো অনেক রোগীর স্বাস্থ্য পুনর্বাসিত হয়েছে। ছিং হাই প্রদেশের চিকিত্সা নিয়ন্ত্র কেন্দ্রের ক্ষয়রোগ সংক্রান্ত প্রতিরোধ বিভাগের প্রধান মান ইয়ুং ছেং বলেছেন:" এখন ছিং হাই প্রদেশের বিভিন্ন জেলায় ক্ষয়রোগ সংক্রান্ত প্রতিরোধের ব্যবস্থা পুরোদমে চালু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে, মোট ১০ হাজারেরও বেশি জন ক্ষয়রোগী বাধ্যমূলক চিকিত্সা নিতে পেয়েছে। রোগীর আবিষ্কারের হার ৭৩ শতাংশ দাঁড়িয়েছে এবং তাদের প্রতিকারের হার মোট ৯০.৫ শতাংশ দাঁড়িয়েছে। এ থেকে বুঝা যায় যে, ক্ষয়রোগ সংক্রান্ত সংক্রামকমূলক রোগ ছাড়িয়ে পড়ার ব্যাপারে আমাদের এর নিয়ন্ত্রণের সম্ভাবনা রয়েছে। এতে প্রাথমিক সাফল্য ভালভাবে অর্জিত হয়েছে।"

    আসলে, ক্ষয়রোগের নিয়ন্ত্রণ ও প্রতিরোধের বিষয় হচ্ছে ছিং হাই প্রদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ চিকিত্সার বিশেষ প্রতিরোধ ব্যবস্থার মধ্যে অন্যতম। ছিং হাই প্রদেশের চিকিত্সার বহু ধরণ, ছাড়িয়ে পড়ার আওতা ব্যাপক এবং গভীর ক্ষতিগ্রস্ত অবস্থার বিষয়টি অনুযায়ী, ২০০১ সালে সমগ্র প্রদেশে বিভিন্ন ক্ষেত্রের চিকিত্সা সংশ্লিষ্ট বিশেষ ব্যবস্থা পুরোদমে হয়েছে। এর অন্তর্ভূক্ত পেটের নালীতে সংক্রামক রোগ, আয়োডিনের অভাব সংক্রান্ত রোগ এবং এইড্স ইত্যাদি।

    পেটের নালীতে সংক্রামক রোগ প্রতিরোধ করার জন্য ছিং হাই প্রদেশ ব্যাপকভাবে দূষণমুক্ত জ্বালানীসম্পদ সংক্রান্ত শৌচাগার উন্নয়নে ত্বরান্বিত করেছে। এ শৌচাগার হচ্ছে একটি নতুন ধরণের গ্রামীণ দূষণমুক্ত স্থাপনা। এটি রাষ্ট্রীয় মাদন্ডের মানে পৌঁছেছে। তা গ্রামাঞ্চলের পরিবেশ উন্নত এবং কৃষকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অনেক সহায়ক হয়েছে।

    সাম্প্রতিক বছরগুলোতে, ছিং হাই প্রদেশের স্বাস্থ্য বিভাগসহ না না ধরণের সংশ্লিষ্ট পক্ষগুলো গ্রামাঞ্চলের পানি এবং শৌচাগারের পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রের সম্পর্কিত প্রকল্পগুলোটি নতুন ধরণের গ্রামীণ ব্যবস্থা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ বিষয়টি হিসেবে কাজে লাগানো হয়েছে। এর মাধ্যমে চীনের কেন্দ্রীয় অর্থ সংক্রান্ত গণ-পরিসেবা ক্ষেত্রে পুঁজি বিনিয়োগের মোট পরিমাণ হয়েছে ৭০ লাখ ইউয়ানেরও বেশি। বর্তমানে ছিং হাই প্রদেশের নতুন ধরণের গ্রামীণ দূষণমুক্ত জ্বালানীসম্পদ সংক্রান্ত শৌচাগারের সংখ্যা মোট ৪ লাখেরও বেশি। উল্লেখ্য, গ্রামাঞ্চলে পরিষ্কার পানি খাওয়া এমন কৃষকদের সংখ্যা হয়েছে মোট ২৪.৬ লাখ । তা সারা গ্রামাঞ্চলের লোকসংখ্যার ৭৩.১৫ শতাংশ দাঁড়িয়েছে। এটিও পেটের নালীতে সংক্রামক রোগ প্রতিরোধ করার জন্যবেশি ভূমিকা পালন করেছে।

    এসব বিশেষ চিকিত্সা ব্যবস্থার মাধ্যমে ছিং হাই বিভিন্ন ধরণের সংক্রামক রোগ আক্রান্ত হওয়ার হার বেশি কমানো হয়েছে। ছিং হাই স্বাস্থ্য বিভাগের উপপ্রধান চিয়ে সুয়ে হুই বলেছেন, এ বছর ছিং হাই প্রদেশের স্বাস্থ্য বিষয়ক প্রশাসনিক বিভাগ অব্যাহতভাবে স্বাস্থ্যের পুঁজি বিনিয়োগ ক্ষেত্র সম্প্রসারণ করেছে। যাতে বিশেষ চিকিত্সার সংশ্লিষ্ট ব্যবস্থার উন্নয়নে বেশি পূর্ণাঙ্গ হতে পারে। তিনি বলেন:" এ ক্ষেত্রে আরও ১৪ কোটি ইউয়ান পুঁজি বিনিয়োগ করা হবে। এর ফলে স্থানীয় অধিবাসীরা বেশি উপকৃত হবে। আমি বিশ্বাস করি, আমাদের যৌথ প্রচেষ্টায় কিছু কিছু গুরুত্বপূর্ণ সংক্রামক রোগের নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়টি কার্যকরভাবে ত্বরান্বিত করা হবে।"