v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-04 11:00:53    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৬/৪

cri

    লেই ফোং ছিলেন চীনা গণ মুক্তি ফৌজের একজন সাধারণ সৈনিক। তার স্বল্প জীবনকালে তিনি সোত্সাহে অন্যদের সাহায্য করে অসংখ্য ভালো কাজ করেছিলেন। লেই ফোংয়ের নাম সোত্সাহে অন্যদের সাহায্য করা এবং অন্যদের যত্ন দেয়া ও ভালোবাসার পরিচায়ক হয়ে দাঁড়িয়েছে। লেই ফোংয়ের মর্মবস্তু চীনে যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসছে।

    উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের রাজধানী চানছুন শহরে রয়েছে একটি বিশেষ বেসরকারী সংগঠন। তার নাম "লেই ফোং প্রতিদান কার্যালয়"। চানছুনের শহরবাসী উ শাও লি নিজের খরচে এ সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এ সংগঠনের কাজ হচ্ছে সমাজে যেসব ভালো লোক অন্যদের সাহায্য করেছেন, সেসব লোককে খুঁজে বের করা এবং তাদের বৈষয়িক সহায়তা করা এবং মানসিক সান্ত্বনা দেয়া। ৬ জুন সমাজ দর্পন আসরে "উ শাও লি ও তার লেই ফোং প্রতিদান কার্যালয়" সম্পর্কে শি চিং উ আপনাদের কিছু বলবেন।

    গ্রামাঞ্চলের আর্থিক সংস্কার হচ্ছে চীনের আর্থিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। গত কয়েক বছরে চীনের আর্থিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা বিভাগ যথোপযুক্তভাবে বাজারে গ্রামাঞ্চলের আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রবেশাধিকার সংক্রান্ত নীতি শিথিল করেছে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরণের পুঁজি প্রবেশকে উত্সাহিত করার ব্যবস্থা নিয়েছে, যাতে চীনের ৮০ কোটি কৃষক তাড়াতাড়ি স্বচ্ছল হয়ে উঠতে পারেন। এর পাশাপাশি গ্রামাঞ্চলের বৈশিষ্ট্যের সঙ্গে সংগতিপূর্ণ কিছু সংখ্যক নতুন আর্থিক প্রতিষ্ঠানও ধাপে ধাপে চীনের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে গড়ে উঠেছে। চীনের গ্রামাঞ্চলে কৃষকরা এখন কিভাবে আর্থিক সহায়তা পাচ্ছেন, সে সম্পর্কে ৮ জুন সেই গ্রাম এই জীবন আসরে আলোচনা হবে।

    বন্ধুরা, ২০০৪ সালের বসন্ত উত্সবের একদিন, চীনের চিয়াংসু প্রদেশের থোংচৌ শহরের মিছিয়াও গ্রামের ইউয়ান মেইরোং রাতের রান্না করছিলেন। হঠাত্ টেলিফোনের রিং বাজলো। ফোন এসেছে নিজের সন্তান সুন হাওয়ের পুলিশবাহিনী থেকে। তার একমাত্র ছেলে সুনহাও সিছুয়ান প্রদেশে পুলিশ বাহিনীতে কাজ করে। ফোনে বলা হয়েছে, তাদের ছেলে সুনহাও এক আছাড় খেয়ে সামান্য আহত হয়েছে। সম্ভব হলে তাঁরা তাকে একবার দেখতে আসতে পারেন। কিন্তু আসলে সুনহাও কি হয়েছে? ৮ জুন কন্যা জায়া জননী আসরে চুং শাও লি সে কথাই আপনাদের জানাবেন।

    গত মার্চ মাসে পেইচিংয়ে চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এই অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে বেশ কিছু লোক সংখ্যালঘু জাতির। এ সব জাতির রঙ বেরঙের ও অনন্য রীতি-নীতি সমৃদ্ধ জাতীয় পোশাক তাদের আঞ্চলিক বৈশিষ্ট্যের পরিচায়ক। ৯ জুন 'ওরা অনন্য' অনুষ্ঠানে জাতীয় গণ কংগ্রেসের দুই জন সংখ্যালঘু জাতির প্রতিনিধি সম্পর্কে আপনাদের কিছু বলবেন থাং ইয়াও খান।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।