পেইচিং সময় ৩ জুন ভোর ৫টা ৩৪ মিনিটে চীনের ইয়ুন্নান প্রদেশের পুএই শহরে রিকটার স্কেলের ৬.৪ ডিগ্রির ভূমিকম্প হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভূমিকম্পে ২জন নিহত ও ৩০০জন আহত হয়েছে।দুর্গতদের সংখ্যা ১ লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে।
ভূমিকম্পের পর চীনের রাষ্ট্রীয় ভূমিকম্প ব্যুর্রো উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছে। দুর্গত এলাকায় খোঁজখবর নেয়া, দুর্গত এলাকার অধিবাসীদের সমবেদনা জানানো এবং স্থানীয় ত্রাণ কাজে সাহায্য দেওয়ার জন্য বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মচারীদের নিয়ে গঠিত রাষ্ট্রীয় পরিষদের একটি কর্ম গ্রুপ পুএই ভূমিকম্পকবলিত এলাকায় পাঠানো হয়েছে। চীনের জনপ্রশাসন বিভাগ দুর্গত এলাকায় ৫ হাজার তাঁবু পাঠিয়েছে। ইয়ুন্নান প্রদেশের জন প্রশাসন বিভাগও দুর্গত এলাকায় তাঁবু, লেপ, কাপড় সহ সামগ্রী পাঠিয়েছে।
আরেকটি খবরে বলা হয়েছে, ৩ জুন ১০টা ৫০ মিনিটে ভূমিকম্প এলাকায় ২.৫ ডিগ্রির উপর ভূকম্পন হয় ১৪ বার । এর মধ্যে সবচেয়ে বড় কম্পন হল ৫.১ ডিগ্রির ।
|