চীনের রাষ্ট্রীয় পরিষদ ৩ জুন এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন স্থান ও বিভাগের প্রতি নিষ্ঠার সংগে সম্প্রতি জারিকৃত " জ্বালিনীর সাশ্রয় ও গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাসের বহুমুখী কার্যক্রম" কার্যকরী করে নিজেদের বাস্তব অবস্থা অনুসারে এ ক্ষেত্রের কাজ ভালোভাবে চালানোর আবেদন জানিয়েছে ।
চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০১০ সাল নাগাদ চীনের মাথাপিছু জি ডি পির জ্বালানী ক্ষয় ২০ শতাংশ কমিয়ে আনা হবে এবং প্রধান প্রধান দুষিত পণ্যের নির্গমণের পরিমাণ ১০ শতাংশ কমানো হবে । এ লক্ষ্য বাস্তবায়নের জন্যে কার্যক্রমটিতে বলা হয়েছে , যেসব শিল্প জ্বালানীর বেশি ক্ষয় হয় অথবা পরিবেশকে বেশি দূষণ করে , সেসব শিল্পের দ্রুত উন্নয়নকে সীমিত করে রাখা হবে এবং পানির দূষণ প্রতিরোধক প্রকল্প নির্মাণের কাজ জোরদার করা হবে ।
জানা গেছে , ২০০৬ সালে চীন বছরের গোড়ার দিকে নির্ধারিত জ্বালানীর সাশ্রয় ও দূষিত পণ্যের নির্গমণের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে পারে নি । এ বছরের প্রথম তিন মাসে চীনের শিল্প , বিশেষ করে যেসব শিল্পে বেশি জ্বালানীর ক্ষয় হয় এবং পরিবেশকে বেশি দূষণ করে , সেসব শিল্পের দ্রুত উন্নয়ন হচ্ছে । সুতরাং এ ক্ষেত্রে চীন অত্যন্ত গুরুতর পরিস্থিতির সম্মুখীণ হচ্ছে ।
|