তিনদিনব্যাপী ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র বেসামরিক পরমাণু সহযোগিতামূলক চুক্তি সংক্রান্ত বৈঠক ২ জুন ভারতের রাজধানী নয়াদিল্লীতে শেষ হয়েছে। গুরুত্বপূর্ণ সমস্যায় দু'পক্ষের মতভেদ হয়নি।
ভারতের পররাষ্ট্রসচিব শিবশংকর মেনন ও মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস নিজেদের প্রতিনিধিদল নিয়ে বৈঠকে অংশ নেন। বৈঠকের পর মেনন বলেছেন, দু'পক্ষের মতভেদ কমে যাচ্ছে, কিন্তু ব্যবধান এখনো রয়েছে। ভারতে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, যদিও বৈঠক কিছু অগ্রগতি হয়েছে, তবু আরো বেশী কাজ করতে হবে।
ভারত ও মার্কিন কর্মকর্তারা দু'দেশের সরকারি বেসামরিক পরমাণু সংক্রান্ত সহযোগিতামূলক চুক্তি নিয়ে কয়েক দফা বৈঠক আয়োজন করেন। কিন্তু পরমাণু পরীক্ষা, পরমাণু বর্জ্যের বিরুদ্ধে আবার ব্যবস্থা নেয়া ও সংশ্লিষ্ট প্রযুক্তির স্থানান্তরসহ বিভিন্ন সমস্যায় এখনও মতভেদ রয়েছে।
|