শূণ্য কর্মসংস্থানের পরিবারগুলোর সহায়তার কাজ চীনের সমগ্র দেশে চালানো হবে । এ কাজের মধ্য দিয়ে এ বছরের শেষ নাগাদ চীনের শহরগুলোতে শূণ্য কর্মসংস্থানের পরিবার মোটামুটি দূর করা হবে এবং প্রতিটি পরিবারে কমপক্ষে একজন কাজ করার সুযোগ পাবেন ।
শনিবার চীনের শ্রম ও সামাজিক নিশ্চয়তা বিধান মন্ত্রণালয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে ।
বহু বছরের প্রচেষ্টার মাধ্যমে চীনের অধিকাংশ বেকারকে কর্মসংস্থান করা হয়েছে । অথচ সাধারণ নীতির সুবাদেও কোনো কোনো পরিবারের বেকাররা এখনো চাকরীচ্যুত রয়েছেন । ২০০৪ সাল থেকে চীনের কয়েকটি স্থানীয় সরকার শূণ্য কর্মসংস্থানের পরিবারকে বিশেষ সহায়তা দেয়ার ব্যবস্থা নিয়েছে । এ পর্যন্ত চীনের ১৮টি প্রদেশ , কেন্দ্রশাসিত মহানগর ও স্বায়ত্তশাসিত অঞ্চল এ সব পরিবারকে সহায়তা করার লক্ষ্যে কিছু নীতি চালু করেছে ।
|