২ জুন সিনহুয়া বার্তাসংস্থার সূত্রে বলা হয়েছে, দ্বিতীয় চীন-মার্কিন কৌশলগত অর্থনৈতিক সংলাপ চলাকালে দু'দেশের মধ্যে বাজারে পারষ্পরিক বিমান পরিবহণ নিয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনের বেসামরিক বিমান চলাচল সাধারণ প্রশাসনের মহা পরিচালক ইয়াং ইয়ে ইয়ে এ প্রসঙ্গে বলেছেন, নতুন চুক্তি দু'পক্ষের বিমান পরিবহণ শিল্প-প্রতিষ্ঠানগুলোর জন্যে নতুন উন্নয়নের সুযোগ যুগিয়েছে। তিনি বলেন , এ নতুন চুক্তি অনুযায়ী, দু'দেশের বেসামরিক বিমান পরিবহণের সার্বিক উন্নয়নযাতে বাস্তবায়িত হয় সেই জন্যে দু'পক্ষযৌথ প্রচেষ্টা চালাবে।
তা ছাড়া, এ নতুন চুক্তি অনুযায়ী, ২০১০ সাল থেকে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র দু'দেশের বিমান পরিবহণ বাজার পুরোপুরি উন্মুক্ত করে দেওয়ার চুক্তি ও সময়সূচী নিয়ে আলাপ-আলোচনা শুরু করতে রাজি হয়েছে। ২০১১ সালে দু'দেশের বিমান পরিবহণ বাজার পুরোপুরি উন্মুক্ত হবে।
|