চীনের শ্রম ও নিশ্চয়তা মন্ত্রণালয়প্রকাশিত এক সর্বশেষ উপাত্তে দেখা দিয়েছে, সারা দেশের বেশির ভাগ প্রদেশে সম্পূর্ণ কর্মসংস্থান আবাসিক এলাকার পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে। প্রায় আট হাজার আবাসিক এলাকা প্রদেশ ও শহরের যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
২ জুন চীনের সেনইয়াংয়ে অনুষ্ঠিত একটি অধিবেশনে চীনের উপ শ্রম ও নিশ্চয়তা মন্ত্রী জেন শিও জিয়েন বলেছেন, এক এলাকা থেকে আরেকটি এলাকায় এই কর্মসংস্থানের প্রকল্প বাস্তবায়িত হয়। এ কর্মসংস্থান আবাসিক এলাকা স্থাপনের মাধ্যমে শহরাঞ্চলেরকর্মচ্যুত শ্রমিকের মধ্যে ৯০ শতাংশেরও বেশী লোক চাকরি পেয়েছেন। কর্মচ্যুত শ্রমিকদের মধ্যে অসুবিধা মোটামুটি সামলানো হয়েছে।
|