জাতিসংঘের মহাসচিব বান কি মুন পয়লা জুন নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে বলেছেন, তিনি মনে করেন চীন সুদানে দারফুর সমস্যা নিরসনের ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করেছে। তিনি চীন সরকারের চেষ্টার প্রশংসা করেছেন।
তিনি জোর দিয়ে বলেছেন, চীন সরকার অব্যাহতভাবে দারফুর সমস্যা নিরসনের চেষ্টা করছে। গত ফেব্রুয়ারী মাসে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও সুদান সফর করেন। চীন বহুবার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরকে পাঠিয়ে সুদান সরকারের সংশ্লিষ্ট সমস্যা নিয়ে আলোচনা করেছেন। খুব বেশি আগে নয়, চীন এর জন্য একজন বিশেষ দূত নিযুক্ত করেছে।
বা কি মুন বলেছেন, তিনি চীনের চেষ্টার প্রশংসা করেন।
|