চীনের রাষ্ট্রীয় পরিষদের মহিলা ও শিশু কর্মকমিটির কার্যালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি সম্প্রতিসাংবাদিকদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , চীন সরকার শিশুর নিরাপত্তার উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং বাস্তব ব্যবস্থা নিয়েছে । এসব ব্যবস্থা শিশুর জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছে ।
গত কয়েক বছরে চীনের আর্থ- সামাজিক উন্নয়নের পাশাপাশি জিন অথবা মারাত্মক রোগের দরুণ শিশু মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। তবে অসাবধানের জন্য নদীতে পড়ে নিহত বা গাড়ী দুর্ঘটনায় নিহত শিশুর সংখ্যা বাড়ছে । একটি তদন্ত থেকে জানা গেছে , দুর্ঘটনা ইতিমধ্যে ১৪ বছর বয়সের নীচের শিশু ও কিশোর-কিশোরীর মৃত্যুর প্রধান কারণে পরিণত হয়েছে ।
গত বছর চীন সরকার অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা রক্ষা আইন ও বাধ্যতামূলক শিক্ষা আইন সংশোধন করে এবং কিন্ডারগার্ডেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের নিরাপত্তা সুনিশ্চিত এবং প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের নিরাপত্তা শিক্ষা সংক্রান্ত নিয়মবিধি প্রকাশ করে । শিশুরা যাতে নানা ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় , সেজন্য শিক্ষা মন্ত্রণালয় গণ নিরাপত্তা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে মিলে ব্যবস্থা নিয়েছে ।
|