আজ ১ জুন আন্তর্জাতিক শিশু দিবস। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও পেইচিংয়ের উপকণ্ঠের গ্রামাঞ্চলে গিয়ে শিশু বিষয়ক কাজকর্ম পরিদর্শন করেছেন এবং শিশুদের সঙ্গে উত্সব মুখর পরিবেশে কিছু সময় কাটিয়েছেন।
হু চিন থাও সারা দেশের শিশুদেরকে উত্সবের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি চীনের শিশু বিষয়ক কর্মকর্তাদের প্রতিও সম্মান প্রদর্শন করেছেন। তিনি আশা করেন, ছাত্রছাত্রীরা তাদের সুন্দর সময়ের মূল্য দেবে, দূরদর্শী কল্পনা স্থাপন করবে, পরিশ্রমের সঙ্গে লেখাপড়া করবে, শ্রেষ্ঠ নৈতিকতা পালন করবে, বলিষ্ঠ শরীর তৈরি করবে এবং বড় হওয়ার পর স্বদেশ নির্মাণের জন্য অবদান রাখবে।
হু চিন থাও বলেছেন, পরবর্তী প্রজন্মকে শিক্ষাদান দেশের ভবিষ্যত ও আশার সঙ্গে জড়িত। এই কাজটা খুব গুরুত্বপূর্ণ ও গৌরবময়। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে ভালোভাবে শিক্ষাদান করা, স্কুল ব্যবস্থাপনা করা এবং দেশ ও সমাজের জন্য আরো বেশি জ্ঞানী লোক প্রশিক্ষিত করে তোলার ব্যাপারে উত্সাহ দিয়েছেন।
|