৪দিনব্যাপী উঃ ও দঃ কোরিয়ার ২১তম মন্ত্রী পর্যায়ের বৈঠক ১ জুন সিউলে যৌথ ইস্তাহার প্রকাশের মধ্য দিয়ে শেষ হয়েছে । বৈঠকে বাস্তব কোন সফলতা অর্জিত হয় নি ।
যৌথ ইস্তাহারে বলা হয়েছে , বৈঠকে উঃ ও দঃ কোরিয়া গত ২০ বারের মন্ত্রী বৈঠকের সাফল্য ও অভিজ্ঞতার মূল্যায়ন করেছে । দু'পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিতের নীতি ও বাস্তব সমস্যা নিয়ে নিজদের অবস্থান ব্যাখ্যা করেছে এবং সতর্কভাবে মত বিনিময় করেছে । দু'পক্ষ ঠিক করেছে যে , "দক্ষিণ ও উত্তর যৌথ ঘোষণা" অনুযায়ী অব্যাহতভাবে কোরিয় উপদ্বীপের শান্তি বাস্তবায়ন ও দু'পক্ষের সহযোগিতা ত্বরান্বিত করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবে ।
দক্ষিণ কোরিয়ার তথ্য মাধ্যমের খবরে প্রকাশ , দ্বিপক্ষিয় সম্পর্কের উন্নয়ন সমস্যাকে কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত যৌথ দলিলের সঙ্গে জড়িত করবে কিনা এ সমস্যায় দু'দেশের মতানৈক রয়েছে বলে বৈঠকে বাস্তব কোন সফলতা অর্জিত হয় নি । পরবর্তী দফা বৈঠকের সময়ও নির্ধারণ করা হয় নি ।
|