v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-01 20:30:26    
চীন অপ্রাপ্তবয়স্কদেরসুষ্ঠুভাবে বড় হয়ে ওঠার সু পরিবেশ সৃষ্টি করছে

cri

    আজ পয়লা জুন আন্তর্জাতিক শিশু দিবস। নতুন করে সংশোধিত চীনের অপ্রাপ্ত বয়স্কদের রক্ষা আইন আজ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে । এর আগে চীনের কমিউনিজম যুব লীগের কেন্দ্রীয়কমিটি , শিক্ষা মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় যৌথভাবে " অপ্রাপ্ত বয়স্কদের রক্ষা কার্যক্রম" চালু করেছে । নানা দিক থেকে প্রমাণিত হয়েছে যে, চীন কার্যকর ব্যবস্থা নিয়ে অপ্রাপ্ত বয়স্কদের সুপরিবেশ সৃষ্টিরচেষ্টা চালাচ্ছে ।

    এক পরিসংখ্যান থেকে জানা গেছে , বর্তমানে চীনে মোট ৩৪ কোটি অপ্রাপ্ত বয়স্ক লোকরয়েছে । এটা সারা দেশের মোট লোকসংখ্যার ২৬ শতাংশ । অপ্রাপ্ত বয়স্করাশারীরিক ও মানসিক দিক থেকে একটি অপরিপক্ক জনগোষ্ঠী। তাদের বিশেষ শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য রয়েছে । তাই তাদেরকে বিশেষভাবে যত্ন ও ভালবাসা দিতে হবে । চীন সরকার অপ্রাপ্ত বয়স্কদের সুরক্ষার কাজের ওপর খুব গুরুত্ব দেয় এবং অপ্রাপ্ত বয়স্কদেরসুষ্ঠুভাবেবড় হয়ে ওঠার বিষয়টি নিশ্চিতের জন্য ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে । দীর্ঘকাল ধরে অপ্রাপ্ত বয়স্কদের সুরক্ষা বিষয়ক কাজে নিয়োজিত চীনের কমিউনিজম যুব লীগের কেন্দ্রীয়কমিটির অধিকার ও স্বার্থ বিভাগের উপমন্ত্রী ওয়াং লু বলেছেন , ১৯৯১ সালে অপ্রাপ্ত বয়স্কদের সুরক্ষা আইন চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত এই কাজে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে । তিনি বলেছেন , এক, অপ্রাপ্ত বয়স্কদের সম্মান ও রক্ষা করা গোটা সমাজের একটি সচেতন কার্যক্রমে পরিণত হয়েছে । দুই, অপ্রাপ্ত বয়স্কদেরবড় হওয়ার অবস্থা লক্ষ্যণীয়ভাবেউন্নত হয়েছে । অপ্রাপ্তবয়স্কদের রক্ষা আইনকে কেন্দ্র করে গঠিত আইনবিধি ও নীতিগত ব্যবস্থা প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে । ৯ বছরের বাধ্যতামূলক শিক্ষার বাস্তবায়ন দ্রুত এবং কার্যকরহয়েছে । গৃহহারা ,অনাথ বা প্রতিবন্ধী এমন সব বিশেষ অপ্রাপ্ত বয়স্কদের সুরক্ষা ব্যবস্থা জোরদার হয়েছে । অপ্রাপ্ত বয়স্কদের স্কুলেরবাইরের কার্যক্রম ও মানসিক সাংস্কৃতিক দ্রব্য দিনদিন বৈচিত্র্যময় হয়েছে ।

    চীনের সমাজ উন্নয়নের সাথেসাথে অপ্রাপ্ত বয়স্কদেরসুরক্ষা কাজের নতুন অবস্থার সঙ্গে খাপখাওয়ানোরজন্য ২০০৩ সালের শেষ দিকে চীনের বিধান কমিটি--- জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি অপ্রাপ্ত বয়স্কদের সুরক্ষা আইনের সংশোধন শুরু করে । বিগত তিন বছরে ব্যাপক মতামত সংগ্রহ এবং বহুবার তা সংশোধন করার পর গত বছরের ডিসেম্বর মাসে এই আইনটি আজ অর্থাতপয়লা জুন থেকে অনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে।

    এ সম্পর্কে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান কু সিউলিয়েন বলেছেন , সংশোধিত অপ্রাপ্ত বয়স্কদের সুরক্ষা আইনে স্পষ্টভাবে নির্ধারিত হয়েছে যে , অপ্রাপ্তবয়স্কদের অস্তিত্ব বজায় রাখার অধিকার, উন্নয়নেরঅধিকার, রক্ষাপ্রাপ্তিরঅধিকার ও সকল কাজে অংশ নেয়ার অধিকার সহ নানা ধরনের অধিকার আছে । অপ্রাপ্ত বয়স্কদের বড় হওয়ার পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষা লাভের অধিকার সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ।

    সম্প্রতি চীনের কমিউনিজম যুব লীগের কেন্দ্রীয়কমিটি ও শিক্ষামন্ত্রণালয় সহ ১৯টি মন্ত্রণালয় যৌথভাবে " অপ্রাপ্ত বয়স্কদেরসুরক্ষা কার্যক্রম" চালু করেছে । স্কুলের নিরাপত্তা , পারিবারিক তত্বাবধান, আত্মরক্ষা, বাধ্যতামূলক শিক্ষা , শিমু শ্রমশক্তি নিষিদ্ধ এবং চিকিত্সার নিশ্চয়তাবিধান সহ অপ্রাপ্ত বয়স্কদের সুরক্ষা সম্পর্কিত নানা ধরণের জটিল সমস্যা সম্পর্কেবলিষ্ঠ ব্যবস্থা নেয়া হয়েছে ।

    চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছেন সিয়াওইয়া বলেছেন , সার্বিকভাবে গ্রামাঞ্চলে বাধ্যতামূলক শিক্ষার ব্যয় নিশ্চিত করার নতুন ব্যবস্থা চালু করতে হবে । গ্রামাঞ্চলে বাধ্যতামূলক শিক্ষা প্রদানেস্কুল ফি সহ নানা ধরণের ফি মওকুফ করতে হবে । আর্থিক অবস্থা ভাল নয় এমন ছাত্রছাত্রীদের বিনাখরচে পাঠ্যপুস্তক সরবরাহ এবং আবাসিক ছাত্রছাত্রীদের ভর্তুকি দেয়ার নীতি বাস্তবায়ন করতে হবে । বিশেষ করে শহরে মজুরী করতে গেছে এমন কৃষকদের ছেলেমেয়েদের বাধ্যতামূলক শিক্ষা লাভের নিশ্চয়তাবিধান করতে হবে ।