জাতিসংঘের বিভিন্ন সংস্থ ও এশীয় দেশগুলোর ১২০জন প্রতিনিধি ৩১ মে শাংহাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ মহাসচিবের পানি ও স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিশনের অষ্টম অধিবেশনে অংশ নিয়েছেন । তারা মানব জাতির সম্মুখীন পানির অভাব নিরসনের উপায় অন্বেষণ করার ব্যাপারে মত বিনিময় করেছেন ।
চীনের জলসেচ মন্ত্রী ছেন লেই বলেছেন , চীন সরকার বরাবরই পানি ও স্বাস্থ্য ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে চীনে জাতিসংঘের সংস্থা এবং বিদেশী সরকারের উন্নয়ন ও সহযোগিতা সংস্থাগুলোর সঙ্গে চীনে পানি ও স্বাস্থ্য বিষয়ক বেশ কয়েকটি পরীক্ষামূলক প্রকল্প গড়ে তুলেছে ।
এশীয় দেশগুলোর জলসেচ বিভাগ এবং এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের জনসাধারণের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ ও সুস্বাস্থ্যের পরিবেশ আরো উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন ।
চীনের জলসেচ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ উদ্যোগে এই অধিবেশন অনুষ্ঠিত হয়েছে ।
|