পয়লা জুন সকাল ১০টায় পেইচিংয়ের অপ্রাপ্ত বয়স্কদেরআশ্রয় ও সুরক্ষা কেন্দ্রে ৪১জন গৃহপরিত্যাক্ত শিশু তাদের জন্মদিন পালন করেছে ।
পেইচিংয়ের ৩ থেকে ১৮ বছর বয়সের গৃহপরিত্যাক্ত অপ্রাপ্ত বয়স্কদের আশ্রয় ও রক্ষার্থে২০০৩ সালে এই কেন্দ্র প্রতিষ্ঠিত হয় । এ বছরের পয়লা জুন নাগাদ এই কেন্দ্রেমোট ২৭৫২জন অপ্রাপ্ত বয়স্ক শিশু কিশোর আশ্রয় পেয়েছে।
এই কেন্দ্রের পরিচালক তু কোসি বলেছেন , গৃহপরিত্যাক্ত অপ্রাপ্ত বয়স্কদেরএকটি বিশেষ বৈশিষ্ট্য হল পরিবারের ভালবাসার অভাব । যৌথভাবে তাদের জন্মদিন পালন করার উদ্দেশ্য হল , তাদের কথা সবসময় আমাদের সকল পরিবারের মনে পড়ে --এই কথা তাদের জানানো ।
|