লেবাননের সেনাবাহিনী ১ জুন ভোরে উত্তরাংশের নাহরাল-বারেদ শরণার্থী শিবিরের নিকটে "ফাতাহ আল-ইসলাম" সংস্থার সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে তুমুল গুলি বিনিময় করেছে। শরণার্থী শিবিরের পাশে অনেক ট্যাংক ও সাজোঁয়াগাড়ী জমেছে।
স্থানীয় টেলিভিশন কেন্দ্রের খবরে জানা গেছে, এ দিন সকালে লেবাননের বাহিনী নাহরাল-বারেদ শরণার্থী শিবিরে সশস্ত্র ব্যক্তিদের লুকিয়ে থাকা স্থানগুলোর ওপর তুমুল বোমাবর্ষণ করেছে। সশস্ত্র ব্যক্তিরা মেশীন গান দিয়ে পাল্টা আক্রমণ চালায়। এ খবর পাওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায় নি।
এর আগে লেবাননের সৈন্যরা শিবিরটি ঘেরাও করে রাখে , কিন্তু তারা ভিতরে প্রবেশ করে নি। লেবানন ও ফিলিস্তিনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী লেবাননের বাহিনী লেবাননে অবস্থিত ফিলিস্তিনের শরণার্থী শিবিরে প্রবেশ করতে পারে না।
|