.jpg)
ইউরোপীয় ইউনিয়নের কূটনীতি ও নিরাপত্তা নীতি বিষয়ক উর্ধ্বতন প্রতিনিধি জাভিয়ের সোলানা আর ইরানের পারমাণবিক আলোচনার শীর্ষ প্রতিনিধি আলি লারিজানি ৩১ মে ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে মাদ্রিদে বৈঠক করেছেন। দু'পক্ষ কিছু গুরুত্বপূর্ণ সমস্যায় অগ্রগতি অর্জন করেছে।
বৈঠকের পর অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে সোলানা ও লারিজানি বলেছেন, বৈঠকটি ইতিবাচক হয়েছে। দু'পক্ষই কিছু গুরুত্বপূর্ণ সমস্যায় অগ্রগতি অর্জনের পাশাপাশি নিরলস প্রয়াস চালানোর সদিচ্ছাও প্রকাশ করেছে। দু'সপ্তাহের মধ্যে দু'পক্ষ আবার বৈঠক করবে।
লারিজানি বলেন, তিনি আশা করেন পারমাণবিক সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি হবে। কিন্তু এ থেকে প্রমাণিত হয় না যে, ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দাবি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করবে ।
|